মালয়েশিয়ায় একটি টিকা কেন্দ্রের ২০০ কর্মী করোনা আক্রান্ত হওয়ায় সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। দেশটির টিকাদান কর্মসূচির দায়িত্বরত মন্ত্রী খয়েরি জামালউদ্দিন এমনটি জানিয়েছেন।
খয়েরি জামালউদ্দিন সাংবাদিকদেরকে বলেন, কুয়ালালামপুরের ২৫ কিলোমিটার দূরে অবস্থিত ওই টিকা কেন্দ্রে ৯ থেকে ১২ জুলাই যারা টিকা নিয়েছেন তাঁদেরকে ১০ দিনের জন্য সেলফ আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মালয়েশিয়ার টিকাদান কর্মসূচির দায়িত্বরত মন্ত্রী আরও বলেন, ওই টিকা কেন্দ্রে প্রতিদিন তিন হাজার ডোজ টিকা প্রয়োগ করা হতো। ওই টিকা সেন্টারের ৪৫৩ জন কর্মীর মধ্যে ২০৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
ওই টিকা কেন্দ্র জীবাণুমুক্ত করে আগামী বুধবার থেকে সেটি আবারও খুলে দেওয়া হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মালয়েশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত ৮ লাখ ৪৪ হাজার ৮৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। মিয়ানমারের ৩ কোটি ২০ লাখ মানুষের মধ্যে ২৫ শতাংশ মানুষ করোনার টিকার কমপক্ষে একটি ডোজ হলেও পেয়েছেন।