মিয়ানমারে সেনাশাসক ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটের মধ্যে তীব্র সংঘাতের কারণে অন্তত ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার।
গতকাল শুক্রবার মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক জাতিসংঘের সংস্থার (ওসিএইচএ) এক হালনাগাদ বিবৃতিতে বলা হয়, ৯ নভেম্বর পর্যন্ত মিয়ানমারের উত্তরাঞ্চলের শান প্রদেশে অন্তত ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।
ওসিএইচএ আরও বলেছে, নভেম্বরের শুরু থেকে পার্শ্ববর্তী সাগাইং অঞ্চল ও কাচিন প্রদেশে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে আরও ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ওসিএইচএর তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত হওয়া প্রায় সবাই ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে।
দুই সপ্তাহ আগে দ্য থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামের পরিচিত মিয়ানমারের অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র জোট শান প্রদেশে এক ডজন সেনাচৌকিতে সমন্বিত হামলা শুরু করে।