হোম > বিশ্ব > এশিয়া

নভেম্বরে এত তুষারপাত আগে কখনোই দেখেনি দক্ষিণ কোরিয়া

তুষারপাতে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ছবি: এএফপি

শত বছরেরও বেশি সময় আগে ১৯০৭ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এবারই নভেম্বর মাসে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

বিবিসি জানিয়েছে, আজ বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল অন্তত ১৬ সেন্টিমিটার পুরো তুষারের চাদরে ঢাকা পড়েছে। এর আগে ১৯৭২ সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ ১২.৪ সেন্টিমিটার পুরুত্বের তুষারে ঢাকা পড়েছিল।

নভেম্বর মাসে অস্বাভাবিক এই তুষারপাত পুরো দেশ জুড়েই অচলাবস্থার সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তুষারপাতের কারণে দেশটির অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে রাস্তা-ঘাট এবং মন্থর হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

উদ্ভূত পরিস্থিতির কারণে রাজধানী সিউলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএফপিকে সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইয়ুন কি হান জানিয়েছেন, এই ধরনের ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে মূলত শক্তিশালী পশ্চিমি বাতাস এবং সমুদ্র পৃষ্ঠ এবং ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্য থাকার কারণে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালেও দেশটিতে প্রবল তুষারপাত অব্যাহত থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সহ অত্র অঞ্চলে শরতের হালকা তাপমাত্রার সময়কাল অনুভব করার পরই শীতল আবহাওয়া আসে। তবে এবার আগে-ভাগের তুষারপাতকে অনেকে উদ্‌যাপনও করেছেন। এমনই একজন ছিলেন সিউলের ব্যবসায়ী বে জু-হান। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি অনুভব করেছি, নভেম্বরের শরৎ কিছুটা উষ্ণ ছিল। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে মনে হচ্ছে, পুরোপুরি শীতকাল চলে এসেছে। ঘটনাটা বেশ উল্টো।’

জু-হান আরও বলেন, ‘শীতের প্রথম তুষারপাত উপভোগ করতে আমি আজ রাস্তায় নেমে এসেছি।’

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা