হোম > বিশ্ব > এশিয়া

নভেম্বরে এত তুষারপাত আগে কখনোই দেখেনি দক্ষিণ কোরিয়া

তুষারপাতে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। ছবি: এএফপি

শত বছরেরও বেশি সময় আগে ১৯০৭ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে এবারই নভেম্বর মাসে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে দক্ষিণ কোরিয়ায়।

বিবিসি জানিয়েছে, আজ বুধবার দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল অন্তত ১৬ সেন্টিমিটার পুরো তুষারের চাদরে ঢাকা পড়েছে। এর আগে ১৯৭২ সালের নভেম্বর মাসে এই শহরটিতে সর্বোচ্চ ১২.৪ সেন্টিমিটার পুরুত্বের তুষারে ঢাকা পড়েছিল।

নভেম্বর মাসে অস্বাভাবিক এই তুষারপাত পুরো দেশ জুড়েই অচলাবস্থার সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, তুষারপাতের কারণে দেশটির অনেক ফ্লাইট বাতিল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে রাস্তা-ঘাট এবং মন্থর হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

উদ্ভূত পরিস্থিতির কারণে রাজধানী সিউলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএফপিকে সিউলের আবহাওয়া পূর্বাভাস বিভাগের প্রধান ইয়ুন কি হান জানিয়েছেন, এই ধরনের ভারী তুষারপাতের ঘটনা ঘটেছে মূলত শক্তিশালী পশ্চিমি বাতাস এবং সমুদ্র পৃষ্ঠ এবং ঠান্ডা বাতাসের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পার্থক্য থাকার কারণে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালেও দেশটিতে প্রবল তুষারপাত অব্যাহত থাকবে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়া সহ অত্র অঞ্চলে শরতের হালকা তাপমাত্রার সময়কাল অনুভব করার পরই শীতল আবহাওয়া আসে। তবে এবার আগে-ভাগের তুষারপাতকে অনেকে উদ্‌যাপনও করেছেন। এমনই একজন ছিলেন সিউলের ব্যবসায়ী বে জু-হান। তিনি বলেন, ‘গত সপ্তাহে আমি অনুভব করেছি, নভেম্বরের শরৎ কিছুটা উষ্ণ ছিল। কিন্তু মাত্র এক সপ্তাহের মধ্যে মনে হচ্ছে, পুরোপুরি শীতকাল চলে এসেছে। ঘটনাটা বেশ উল্টো।’

জু-হান আরও বলেন, ‘শীতের প্রথম তুষারপাত উপভোগ করতে আমি আজ রাস্তায় নেমে এসেছি।’

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের