হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে ফের শিয়া মসজিদে হামলা, নিহত ৩২

পরপর দুই শুক্রবার আফগানিস্তানে জুমার নামাজ চলাকালীন হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারের সবচেয়ে বড় শিয়া মসজিদে হামলার ঘটনায় এ কমপক্ষে ৩২ জন পর্যন্ত নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪৫ জন। মসজিদটির নাম 'বিবি ফাতিমা মসজিদ'। কান্দাহার প্রদেশের জনস্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের বিশেষ ফোর্স ঘটনাস্থলে পৌঁছেছে। এক টুইট বার্তায় এই ঘটনায় শোক জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারী সাঈদ খোস্তী। 

এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, তিনি তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন। একটি বিস্ফোরণ হয়েছে মসজিদের প্রধান ফটকে। আরেকটি বিস্ফোরণ হয়েছে দক্ষিণাঞ্চলের এলাকায় এবং তৃতীয় বিস্ফোরণটি হয় অজুখানায়। 

মুর্তজা নামের আরেকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, চারজন আত্মঘাতী হামলাকারী মসজিদে হামলা করেছে। দুজন মসজিদের ফটকে হামলা চালায়। আর দুজন মসজিদের ভেতরে হামলা করে। মসজিদটিতে প্রায় ৫০০ জন নামাজে অংশ নিয়েছিল। 

এই হামলার ঘটনায় তাৎক্ষণিকভাবে কেউ দায় শিকার করেনি। 

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৮ অক্টোবর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কুন্দুজের একটি শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হওয়ার ঘটনা ঘটে। সেই হামলার দায় শিকার করেছিল আইএস এর আফগান শাখা আইএ-খোরাসান (আইএস-কে)।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি