হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ায় ছড়িয়ে পড়েছে ডেলটা

ঢাকা: করোনাভাইরাসের অতি-সংক্রামক ধরন ডেলটার প্রকোপ বৃদ্ধি পেয়েছে অস্ট্রেলিয়ায়। এর সংক্রমণ ঠেকাতে সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে দেশটির সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, করোনাভাইরাসের অতি-সংক্রাম ধরন ডেলটার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সিডনিতে দুই সপ্তাহের লকডাউন জারি করেছে অস্ট্রেলিয়া। সেখানে করোনার ডেলটা ধরনে আক্রান্ত ১২৮ জন রোগী শনাক্ত করা হয়েছে।

এ ছাড়াও দেশটির নর্দার্ন টেরিটরি, কুইন্সল্যান্ড এবং ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতেও ডেলটার সংক্রমণ শনাক্ত হয়েছে।

গত কয়েক মাসের মধ্যে এই প্রথম অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে একই সময়ে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

আজ সোমবার অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী জোস ফ্রাইডেনবার্গ এবিসি নিউজকে বলেন, আমি মনে করি, আমরা করোনার অতি-সংক্রামক ডেলটা ধরনের সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই মহামারির নতুন একটি পর্যায়ে প্রবেশ করছি। .

করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অস্ট্রেলিয়ার সিডনি, ডারউইন শহরে লকডাউন দেওয়া হয়েছে এবং অন্য চারটি প্রদেশে বিধি-নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ।

অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান রাজ্য নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান জানান, সোমবারও রাজ্যটিতে ১৮টি নতুন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর আগের দিন রাজ্যটিতে ৩০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। গত ২৪ ঘণ্টায় সেখানে ৫৯ হাজার মানুষের করোনা পরীক্ষা করা হয়েছে।

বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় শুরুর দিকে করোনাভাইরাসের বিস্তার রোধে অস্ট্রেলিয়া অনেকাংশে সফল হয়েছিল। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৪৫০ জনের বেশি মানুষ। অস্ট্রেলিয়ায় এ পর্যন্ত করোনায় মারা গেছেন ৯১০ জন।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি