হোম > বিশ্ব > এশিয়া

ভিয়েতনামে গভীর গর্তে পড়া ১০ বছরের শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ডং থাপ প্রদেশে গভীর গর্তে পড়ে যাওয়া ১০ বছর বয়সী একটি শিশুকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। শিশুটিকে জীবিত উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তাঁরা। 

বিবিসির খবরে বলা হয়, গর্তে পড়ে যাওয়া শিশুটির নাম লাই হাও ন্যাম। গত রোববার (১ জানুয়ারি) লোহার টুকরো কুড়াতে গিয়ে নির্মাণাধীন একটি স্থাপনার কংক্রিটের পিলারের পাশের গভীর গর্তে পড়ে যায় সে। উদ্ধারকারী কর্মকর্তারা জানান, গর্তটির গভীরতা ৩৫ মিটার এবং ব্যাস ২৫ সেন্টিমিটার (১০ ইঞ্চি)। এমন সরু গর্তে সে কীভাবে পড়ল, তা জানা যায়নি। 

গর্তে পড়ার পর সাহায্যের জন্য চিৎকার শুরু করে শিশুটি। চিৎকার শুনতে পেয়ে এগিয়ে যায় আশপাশের মানুষ। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেয়। সোমবার (২ জানুয়ারি) শিশুটিকে উদ্ধারে বড় ধরনের অভিযান শুরু হয়।

ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, উদ্ধারকারীরা কংক্রিটের পিলারটির আশপাশের মাটিগুলো নরম করতে খোঁড়াখুঁড়ি ও পানি ঢালছেন, যাতে পিলারটি টেনে তুলে ফেলা যায়। তবে তাতে উদ্ধার কার্যক্রম আরও জটিল হয়ে যায়। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানা যায়, উদ্ধারকারীরা শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নন। গর্তের ভেতরে ক্যামেরা পাঠানো হলে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে গর্তে অক্সিজেন পাম্প করছেন উদ্ধারকারী দলের সদস্যরা। 

এক উদ্ধারকারী এএফপিকে বলেন, ‘ছেলেটিকে উদ্ধারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। তবে সে এখন জীবিত আছে কি না, তা নিশ্চিত করে বলতে পারছি না।’ 

এদিকে সোমবার ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন কেন্দ্রীয় পর্যায়ের উদ্ধারকারীদের শিশুটিকে উদ্ধারের অভিযানে যোগ দেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর বড় ধরনের অভিযান শুরু হয়। 

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে