হোম > বিশ্ব > এশিয়া

ঘূর্ণিঝড় মোখার সংবাদের জন্য মিয়ানমারে ফটোসাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড

ঘূর্ণিঝড় মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে সংবাদ প্রকাশ করায় মিয়ানমারের সামরিক আদালতে রুদ্ধদ্বার বিচারে এক ফটোসাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর কোনো গণমাধ্যমকর্মীকে এত লম্বা কারাদণ্ড দেওয়া হয়নি।

আল জাজিরার খবরে বলা হয়, রাখাইনে সাইক্লোন মোখার ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন করার সময় গ্রেপ্তার হন দ্য মিয়ানমার নাও নামে সংবাদমাধ্যমের ফটোসাংবাদিক সাই জাউ থাইকে। বুধবার মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রুদ্ধদ্বার বিচারের প্রথম দিনেই সাই জাউকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

গত মে মাসে সাইক্লোন মোখায় মিয়ানমারে নিহত হন কয়েক ডজন মানুষ। দুর্যোগটি সম্পর্কে প্রতিবেদন করায় সাই জাউয়ের বিরুদ্ধে আনা হয় চারটি অভিযোগ। এর মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ আইন এবং টেলিযোগাযোগ আইন ভঙ্গের অভিযোগ।

মিয়ানমার নাও এর সম্পাদক সোয়ে উইন বলেছেন, এই বিচারের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, সামরিক সরকারের অধীনে দেশে সংবাদপত্রের স্বাধীনতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। মিয়ানমারে স্বাধীন সাংবাদিকদের তাদের পেশাগত কাজের জন্য কতটা চড়া মূল্য দিতে হয়, তারও প্রমাণ এই বিচার। 

মিয়ানমার নাও জানিয়েছে, সাই জাউয়ের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, সে সম্পর্কে পরিষ্কারভাবে অবগত নয় তারা। বিচারের আগে পরিবার এবং কোনো আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হয়নি তাকে। 

রিপোর্টার্স উইদাউট বর্ডারসের প্রকাশিত সর্বশেষ বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা বিষয় সূচকে ১৮০ দেশের মধ্যে ১৭৩ নম্বরে আছে মিয়ানমার। 

ওয়াচডগের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, মিয়ানমারের কারাগারে বর্তমানে বন্দী আছেন ৬৯ জন সাংবাদিক।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা