হোম > বিশ্ব > এশিয়া

আইএসের শীর্ষ অর্থ জোগানদাতা জাবুরি গ্রেপ্তার 

জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট-আইএসের কথিত শীর্ষ অর্থ সরবরাহকারী সামি জসিম আল-জাবুরিকে গ্রেপ্তার করেছে ইরাকের গোয়েন্দা বাহিনী। সোমবার ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল-খাদেমি এ ঘোষণা দেন। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এক টুইট বার্তায় ইরাকের প্রধানমন্ত্রী লিখেছেন, সীমান্ত এলাকা থেকে ইরাকের গোয়েন্দা বাহিনী জাবুরিকে গ্রেপ্তার করে। তাঁকে কোন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি তিনি। প্রধানমন্ত্রী বলেছেন যে জাবুরিকে জটিল অভিযানের মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রদপ্তর জসিমসহ কয়েকজন চিহ্নিত আইএস নেতাদের সন্ধানের জন্য পুরস্কার ঘোষণা করে। তাঁকে গ্রেপ্তারের জন্য ৫০ লাখ ডলার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিজেদের দখলকৃত অঞ্চলের অর্থনৈতিক বিষয়গুলোর পাশপাশি তেল, গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ উত্তোলন ও বিক্রির বিষয়টি তদারকের দায়িত্বে আছেন জাবুরি।’

২০১৭ সালে ইরাকে এবং পরের বছর সিরিয়ায় পরাজয়ের পরও হাজার হাজার জঙ্গি সেখানে সক্রিয় রয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার