হোম > বিশ্ব > এশিয়া

‘আফগান ভূমি ব্যবহার করে অন্য দেশে হামলা করতে দেওয়া হবে না’

আফগানিস্তানের ভূমি অন্য দেশে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। গতকাল বুধবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ কথা জানান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

তালেবানের এই শীর্ষ নেতা বলেছেন, কাবুল আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। কিন্তু একই সঙ্গে কাবুল চায় না আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করুক। 

হাইবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ‘আমরা প্রতিবেশী অঞ্চল ও বিশ্বকে আশ্বস্ত করছি যে, আমাদের ভূখণ্ড ব্যবহার করে কাউকে অন্য দেশের নিরাপত্তার জন্য হুমকি দিতে দেব না। আমরাও চাই অন্য দেশগুলো যেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করে।’ 

তালেবানের শীর্ষ নেতা বলেন, ‘পারস্পরিক মিথস্ক্রিয়া ও অঙ্গীকারের কাঠামোর মধ্যে আমরা যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভালো কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক চাই। আমরা এটিকে সব পক্ষের স্বার্থে বিবেচনা করি।’ 

উল্লেখ্য, আশরাফ ঘানি সরকারের সময় ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজে গত মাসে বলেছিলেন, তালেবান ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আফগানিস্তানে ২১টি সন্ত্রাসী গ্রুপ কাজ করছে বলেও জানান তিনি। 

এ ছাড়া গত বছর কাবুলে তালেবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর দ্বারা সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির সম্ভাবনা সম্পর্কে ভারত ছাড়াও এই অঞ্চলের অন্যান্য দেশে ক্রমবর্ধমান উদ্বেগ দেখা দেয়। এরই মধ্যে তালেবানের শীর্ষ নেতার এই বার্তা এল। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে