ভয়াবহ বন্যার মুখোমুখি মালয়েশিয়া। শুক্রবার থেকে চলমান প্রবল বৃষ্টিতে এরই মধ্যে দেশটির নদীগুলো উপচে পড়েছে। আজ রোববার দেশটির ২২ হাজার বন্যাদুর্গতকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
আজ রোববার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মালয়েশিয়ায় কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা চলছে। অনেক শহর তলিয়ে গেছে, প্রধান সড়ক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, হাজার হাজার গাড়িচালক আটকা পড়েছেন।
দেশটির সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, আটটি রাজ্য এবং অঞ্চলে প্রায় ২২ হাজার লোক বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এদের মধ্যে শুধু পাহাং রাজ্যেরই ১০ হাজারের বেশি। রাজধানী কুয়ালালামপুরকে ঘিরে থাকা দেশটির সবচেয়ে ধনী রাজ্য সেলাঙ্গর থেকে ৫ হাজারের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে পালিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব শনিবার গভীর রাতে বন্যা প্রসঙ্গে সংবাদ সম্মেলন করেন। প্রধানমন্ত্রী বলেন, সংবাদ সম্মেলনে গ্রীষ্মমণ্ডলীয় দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মালয়েশিয়ায় প্রায় বছরই শেষ দিকে ঝড়-বন্যা হয়। তবে সেলাঙ্গরে খুব কমই বন্যা হয়েছে। এবার এখানে শক্তিশালী বন্যা পরিস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, মালয়েশিয়ায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে ২০১৪ সালে। এতে প্রায় ১ লাখ ১৮ হাজার লোক আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য হয়।