হোম > বিশ্ব > এশিয়া

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র। তিনি ফিলিপাইনের সাবেক এক নায়ক ফার্দিনান্দ মার্কোস ও তাঁর স্ত্রী সাবেক ফার্স্ট লেডি ইমেলদা মার্কোসের ছেলে। মার্কোসের ক্ষমতাচ্যুতির ৩৬ বছর পর আবার রাষ্ট্রক্ষমতায় এল মার্কোস পরিবার। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

৬৪ বছর বয়সী মার্কোস জুনিয়র নিজ দেশে ‘বংবং’ নামে পরিচিত। তিনি গত মাসে প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হোন। তিনি আজ থেকে রদ্রিগো দুতার্তের স্থলাভিষিক্ত হবেন। 

নতুন প্রেসিডেন্ট এক বক্তৃতায় বলেছেন, সকলের উপকার হয় এমন নীতির মাধ্যমে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাবেন। তাঁকে নির্বাচিত করায় ফিলিপাইনের জনগণকে তিনি ধন্যবাদ জানান। এ ছাড়া তিনি তাঁর বাবার শাসনামলেরও প্রশংসা করেন। 

শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর স্ত্রী লুইস আরানেতা মার্কোস, বোন ইমি, ৯২ বছর বয়সী মা ইমেলদা ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

প্রয়াত মার্কোস ১৯৬৫ সাল থেকে দুই দশক ফিলিপাইনের ক্ষমতায় ছিলেন। ১৯৮৬ সালে গণ-অভ্যুত্থানের মাধ্যমে তাঁর পতন হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি হাজার হাজার বিরোধীকে কারাগারে বন্দী করেছিলেন। তাঁর শাসনামলে অনেক মানুষ হত্যার শিকার হয়েছে এবং নিখোঁজ হয়েছে। তাঁর বিরুদ্ধে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে। 

তবে মার্কোসের পরিবার এসব অভিযোগ অস্বীকার করেছে। 

গত ৯ মে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬ কোটি ৭০ লাখ ভোটার তাদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে ভোট দিয়েছেন। 

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি