হোম > বিশ্ব > এশিয়া

মানহানির জন্য জাকির নায়েককে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন মালয়েশিয়ার রাজনীতিবিদ 

মানহানির ক্ষতিপূরণ হিসেবে জাকির নায়েককে ১৫ লাখ ২০ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩ কোটি টাকার বেশি) পরিশোধ করেছেন মালয়েশিয়ার পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামি। মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

জাকির নায়েকের আইনজীবী আকবরদিন আব্দুল কাদের স্থানীয় সময় আজ শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, গত ১৭ নভেম্বর পেনাং রাজ্যের সাবেক উপমুখ্যমন্ত্রী রামাস্বামী পালানিসামি তাঁর ব্যাংক অ্যাকাউন্টে এই ক্ষতিপূরণের অর্থ পাঠান। এর আগে, পেনাং হাইকোর্ট গত ২ নভেম্বর রামাস্বামী পালানিসামিকে এই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন।

নভেম্বরে দেওয়া রায়ে হাইকোর্টের বিচারপতি হায়াতুল আকমল আব্দুল আজিজ রামাস্বামীকে জাকির নায়েকের মানহানি করায় ১০ লাখ রিঙ্গিতের বেশি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি তাঁকে জাকির নায়েকের কাছে জনসমক্ষে ক্ষমা চাওয়ার নির্দেশও দেন। 

তবে আজ শুক্রবার হাইকোর্টে একই বিচারকের আদালতে ক্ষমা চাওয়ার বিষয়টির ওপর স্টে অর্ডার চেয়ে রামাস্বামীর আবেদন নিয়ে শুনানি হয়। পরে অবশ্য রামাস্বামী আবেদন প্রত্যাহার করে নেন। কী শর্তে তিনি আবেদন প্রত্যাহার করেছেন, তা অবশ্য জানা যাননি। রামাস্বামীর আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন।

রামাস্বামীর আইনজীবী রাজলান হাদরি জুলকিফলি আদালতকে বলেন, ‘মহামান্য আদালত, উভয় পক্ষই একধরনের সমঝোতায় পৌঁছেছেন এবং আমরা উভয় আপত্তিই আদালত থেকে প্রত্যাহার করতে চাই।’ জাকির নায়েকের আইনজীবী আকবরদিন আব্দুল কাদেরও বিষয়টি নিশ্চিত করেছেন। 

উল্লেখ্য, রামাস্বামী একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ‘ইজ মালয়েশিয়া হারবারিং অ্যালেজ্ড ফিউজিটিভ জাকির নায়েক?’—শীর্ষক নিবন্ধ লিখেন। সেই নিবন্ধ এবং একই ব্যক্তি ২০১৬, ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে জাকির নায়েকের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দিয়েছেন অভিযোগে প্রথম মামলা দায়ের করেন জাকির নায়েক।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে