হোম > বিশ্ব > এশিয়া

কারা মন্ত্রী হবেন, জনগণের কাছে তালিকা চাইলেন দ. কোরিয়ার নতুন প্রেসিডেন্ট

আজকের পত্রিকা ডেস্ক­

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং। ছবি: সংগৃহীত

দেশজুড়ে নাগরিকদের সরাসরি সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং। জনগণের সার্বভৌমত্ব ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থাকে এগিয়ে নিতে তিনি ‘পাবলিক রেফারেল সিস্টেম’ নামে এই অভিনব উদ্যোগ চালু করেছেন।

বুধবার (১১ জুন) যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, নতুন উদ্যোগে ১০ থেকে ১৬ জুনের মধ্যে মন্ত্রিসভার সদস্য, উপমন্ত্রী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রধানদের জন্য প্রার্থী সুপারিশ করতে পারবেন ১৪ বছর বা এর বেশি বয়সী দক্ষিণ কোরিয়ার যে কোনো নাগরিক। এ ক্ষেত্রে প্রার্থীদের নাম, যোগাযোগের তথ্য, দক্ষতার ক্ষেত্র ও মনোনয়নের কারণসহ প্রয়োজনীয় তথ্য জমা দেওয়া যাবে প্রেসিডেন্টের সোশ্যাল মিডিয়া, ইমেইল অথবা কর্মী ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। চাইলে নিজেকেও মনোনয়ন দেওয়া যাবে।

১০ জুন ফেসবুক পোস্টে প্রেসিডেন্ট লি লিখেছেন, ‘সত্যিকারের গণতন্ত্র শুরু হয় যখন নাগরিকেরা তাদের সার্বভৌমত্ব চর্চা করে, অংশ নেয় এবং পরিবর্তন আনে।’

জানা গেছে, সাধারণ মানুষের সুপারিশে প্রাপ্ত মনোনয়নগুলো জাতীয় মানবসম্পদ ডেটাবেইসে সংরক্ষণ করা হবে এবং একটি অভ্যন্তরীণ যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এই যাচাই প্রক্রিয়ায় সিভিল সার্ভিস শৃঙ্খলা বিভাগের সচিব ও উন্মুক্ত মূল্যায়ন প্রক্রিয়া অন্তর্ভুক্ত থাকবে।

এই উদ্যোগটি ছিল প্রেসিডেন্ট লির নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্টের সংবাদ সম্মেলনে সরাসরি প্রশ্ন করার পরিকল্পনাও এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমে এক নাগরিকের পরামর্শ থেকে।

এদিকে ১০ জুন অর্থনীতি, পররাষ্ট্র ও শিল্পখাতে ছয়জন নতুন উপমন্ত্রী নিয়োগ দিয়েছেন লি জে মিয়ং—যা তাঁর প্রস্তাবিত পাবলিক রেফারেল সিস্টেমের বাইরেই হয়েছে। উপমন্ত্রীর ক্ষেত্রে সংসদীয় শুনানির প্রয়োজন পড়ে না।

উল্লেখ্য, প্রেসিডেন্ট লি বর্তমানে অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের নিয়োগ দেওয়া মন্ত্রীদের সঙ্গেই কাজ করছেন। ইউন গত ডিসেম্বরে মার্শাল ল’ ঘোষণা করার চেষ্টা করায় সাংবিধানিক আদালত তাঁকে অপসারণ করে।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে