হোম > বিশ্ব > এশিয়া

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

ছবি: বিবিসি

পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার দুই সপ্তাহ পেরোতেই আবারও তা বন্ধ করে দিল উত্তর কোরিয়া। এর আগে দীর্ঘ পাঁচ বছর পর গত ২০ ফেব্রুয়ারি দেশটিতে পশ্চিমা পর্যটকেরা প্রবেশের অনুমতি পেয়েছিলেন।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, ২০২০ সালের শুরুর দিকে করোনা মহামারির সময় সীমান্ত বন্ধ করে উত্তর কোরিয়া নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে ফেলেছিল। ২০২৪ সালে দেশটি শুধুমাত্র রুশ পর্যটকদের জন্য সীমান্ত উন্মুক্ত করেছিল। আর গত মাসে পশ্চিমা পর্যটকেরাও দেশটির পূর্বাঞ্চলীয় শহর রাসোনে প্রবেশের অনুমতি পেয়েছিল।

এবার বেশ কয়েকটি পর্যটন সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ায় সফরের পরিকল্পনা আপাতত স্থগিত করা হয়েছে। পিয়ংইয়ং এই আকস্মিক সিদ্ধান্তের কোনো কারণ জানায়নি।

উত্তর কোরিয়ার সফরের আয়োজন করে ‘কেটিজি ট্যুরস’ নামে চীনের একটি পর্যটন সংস্থা। গতকাল বুধবার ফেসবুকে সংস্থাটি লিখেছে, ‘আমাদের কোরিয়ান অংশীদারদের কাছ থেকে খবর পেয়েছি, রাসোন এখন সবার জন্য বন্ধ। আমরা আপনাদের আরও তথ্য জানাব।’

এ ছাড়া ‘ইয়াং পাইওনিয়ার ট্যুরস’ এবং কোরীয় ট্যুরস নামে আরও দুটি সংস্থা উত্তর কোরিয়ায় সফর স্থগিতের ঘোষণা দিয়েছে। ‘ইয়াং পাইওনিয়ার ট্যুরস’ তাদের ফেসবুক পোস্টে জানিয়েছে—যারা এপ্রিল বা মে মাসে উত্তর কোরিয়া সফরের পরিকল্পনা করছেন, তাদের নতুন করে বিমানের টিকিট বুকিং না করাই ভালো, যতক্ষণ না আরও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে।

জানা যায়, দীর্ঘ পাঁচ বছর পর গত ২০ ফেব্রুয়ারি প্রথমবারের মতো পশ্চিমা পর্যটকেরা রাসোনে প্রবেশ করেছিলেন। এই অঞ্চলটি উত্তর কোরিয়ার একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিত।

ট্যুর অপারেটরেরা বিবিসিকে জানিয়েছেন, আগের সফরগুলোর তুলনায় এবার পর্যটকদের চলাচল আরও কঠোরভাবে নিয়ন্ত্রিত ছিল। তাঁদের রাস্তা ঘুরে দেখার সুযোগ কম ছিল এবং স্থানীয়দের সঙ্গে কথা বলার সুযোগও সীমিত ছিল। উত্তর কোরিয়ায় পর্যটকেরা মোবাইল নেটওয়ার্ক বা ইন্টারনেট সংযোগও পাননি।

একজন ট্যুর গাইড মত দিয়েছেন, তুলনামূলকভাবে ছোট ও সহজে নিয়ন্ত্রণযোগ্য একটি এলাকা বলেই হয়তো পর্যটকদের জন্য রাসোনকে খুলে দেওয়া হয়েছিল।

এদিকে চলতি সপ্তাহে ‘কোরীয় ট্যুরস’ ঘোষণা দিয়েছিল—পাঁচ বছর পর প্রথমবারের মতো তারা আন্তর্জাতিক পর্যটকদের পিয়ংইয়ং ম্যারাথনে অংশগ্রহণের জন্য আবেদন গ্রহণ করছে। এই ম্যারাথন ৬ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন এটি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২০১৯ সালে উত্তর কোরিয়ায় প্রায় ৩ লাখ ৫০ হাজার বিদেশি পর্যটক গিয়েছিলেন। তবে এর মধ্যে ৯০ ভাগই ছিলেন চীনা নাগরিক।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট