হোম > বিশ্ব > এশিয়া

যুদ্ধবিরতি নিয়ে বিস্তারিত আলোচনায় বসছে ভারত-পাকিস্তান

আজকের পত্রিকা ডেস্ক­

যুদ্ধবিরতির খুঁটিনাটি নিয়ে আলোচনা করতে আজ সোমবার আলোচনায় বসবেন ভারত ও পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা। রাতে এই আলোচনা হতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

এখন দুপক্ষই কিছুটা স্থির হলেও যুদ্ধে কোন পক্ষ জয়ী হলো—তা নিয়ে চলছে তর্ক-বিতর্ক। দুপক্ষই জয়লাভ করেছে বলে দাবি করছে। ভারতের দাবি—তারা পাকিস্তান বিমানবাহিনীর ১১টি ঘাঁটিতে হামলা চালিয়েছে—এর মধ্যে একটি ছিল রাওয়ালপিন্ডিতে, যা রাজধানী ইসলামাবাদের কাছে। ভারত আরও বলছে, এই সংঘাতে পাকিস্তানের ৩৫ থেকে ৪০ সেনা নিহত হয়েছেন এবং তাদের বিমানবাহিনীর বেশ কয়েকটি উড়োজাহাজ ধ্বংস হয়েছে। পাশাপাশি শতাধিক সন্ত্রাসীকে হত্যার দাবিও করছে ভারতের সেনাবাহিনী।

এদিকে পাকিস্তান দাবি করছে, পাকিস্তানি সেনারা ভারতের ২৬টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। পাশাপাশি নয়াদিল্লির আকাশে টহল দিয়েছে তাদের নজরদারি ড্রোন। যুদ্ধের শুরুর দিনই (৭ মে) ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। তাদের ভাষ্য—এর মধ্যে তিনটি আধুনিক রাফাল জেটও ছিল। যদিও শুরু থেকেই রাফাল ধ্বংস হওয়ার ব্যাপারটি অস্বীকার করে আসছে ভারত। তবে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমে ভারতীয় সরকারি কয়েকটি সূত্রে রাফাল ধ্বংসের দাবিটি সত্য বলেই জানিয়েছে।

এ ছাড়া পাকিস্তানের সেনাদের হাতে ভারতীয় সামরিক পাইলটের বন্দী হওয়ার খবরও শোনা গিয়েছিল। শুরুতে পাঁচ পাইলটকে বন্দী করার দাবি করলেও পরে এক পাইলটকে বন্দী করার কথা জানায় পাকিস্তান। ভারতীয় কিছু লক্ষ্যবস্তুতে পাকিস্তানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে—এটি স্বীকার করলেও পাইলট বন্দীর দাবিটি পুরোপুরি উড়িয়ে দিয়েছে ভারত। ভারতীয় সব পাইলট নিরাপদে ফিরে এসেছেন বলে জানিয়েছে ভারত।

গত ২২ এপ্রিল ভারত–নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের ঘটনাকে কেন্দ্র করে চরমে ওঠে ভারত-পাকিস্তান উত্তেজনা। পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে ইসলামাবাদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করে নয়াদিল্লি। যার জেরে ভারতবিরোধী একগাদা পদক্ষেপ নেয় পাকিস্তানও। আরও চড়ে উত্তেজনার পারদ। এরই জেরে গেল ৭ মে যুদ্ধে জড়ায় পরমাণু শক্তিধর দুই দেশ।

৭ মে রাতে পাকিস্তান–নিয়ন্ত্রিত কাশ্মীরের একাধিক স্থানে বিমান হামলা চালায় ভারত। রাতেই নিয়ন্ত্রণরেখা বরাবর বন্দুকযুদ্ধ শুরু হয় দুপক্ষের মধ্যে। চার দিন ধরে ড্রোন যুদ্ধ চলে দুপক্ষে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত শনিবার যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা