হোম > বিশ্ব > এশিয়া

শান্তির খোঁজে কাতারে আফগান সরকার-তালেবান বৈঠক শুরু

আফগানিস্তানে সরকারি সেনাদের হটিয়ে প্রতি দিনই নতুন নতুন এলাকার দখল নিচ্ছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। সেনা এবং তালেবানদের এই লড়াইয়ে মধ্যে নিহত হচ্ছেন আফগানিস্তানের বহু সাধারণ নাগরিক। এই পরিস্থিতিতে শান্তির খোঁজে নতুন করে বৈঠক শুরু করল আফগানিস্তান সরকার এবং তালেবান। কাতারের রাজধানী দোহায় আজ শনিবার শুরু হয়েছে দু’পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের এই বৈঠক। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

আফগান সরকারি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন সে দেশের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ। এদিকে তালেবানদের পক্ষ থেকেও কাতারের শান্তি-বৈঠকের কথা স্বীকার করা হয়েছে।

তালেবানের মুখপাত্র মোহাম্মদ নাইম বলেন, সমস্যাগুলোর সমাধানের জন্য আন্তরিক মনোভাব নিয়ে আলোচনা শুরু করা যেতে পারে। কিন্তু এ ক্ষেত্রে সরকারকেও ইতিবাচক মনোভাব দেখাতে হবে।

আফগান সরকারের মুখপাত্র নাজিয়া আনোয়ারি বলেন, দু’পক্ষের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা কাতারে এসেছে। আমরা আশা করছি উভয় পক্ষই একটি ফলাফলে পৌঁছাবেন এবং আফগানিস্তান দীর্ঘস্থায়ী শান্তি আমরা দেখতে পারব।

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন