হোম > বিশ্ব > এশিয়া

‘সাইবার বাহিনী গড়তে পাকিস্তানকে সাহায্য করছে তুরস্ক’

পাকিস্তানকে সাইবার বাহিনী গঠনের বিষয়ে গোপনে সাহায্য করছে তুরস্ক। সুইডেনের স্টকহোমভিত্তিক পর্যবেক্ষক সংস্থা নর্ডিক মনিটরের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। নর্ডিক মনিটরের বরাত দিয়ে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায়, তুরস্ক গোপনে পাকিস্তানে জনমত গঠন, দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলমানদের ভাবনাকে প্রভাবিত করা এবং যুক্তরাষ্ট্র ও ভারতের বিরুদ্ধে লড়াই করতে একটি সাইবার বাহিনী গঠন করছে। সেই সঙ্গে এই বাহিনী পাকিস্তানের শাসকদের বিরুদ্ধে জনগণের সমালোচনাকে দুর্বল করে দিতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে। 

২০১৮ সালের ১৭ ডিসেম্বর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সোয়লু ও পাকিস্তানের তৎকালীন প্রতিমন্ত্রী শেহরিয়ার খান আফ্রিদির মধ্যে ব্যক্তিগত আলোচনার সময় এই সাইবার ইউনিট প্রতিষ্ঠার প্রস্তাবটি নিয়ে প্রথম কথা হয়েছিল। ইসলামাবাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বেশির ভাগ কর্মীর কাছে বিষয়টি গোপন রাখা হয়। ইমরান খান সেই সময় দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। তিনি বিষয়টি সম্পর্কে সম্পূর্ণ অবগত ছিলেন এবং সবুজ সংকেত দিয়েছিলেন। 

২০২২ সালের ১৩ অক্টোবর তুরস্কের একটি স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সোয়লু এই গোপন অভিযানের কথা প্রথম প্রকাশ করেন। নাম প্রকাশ না করে তিনি বলেন, তুরস্ক একটি দেশে সাইবার সেনাবাহিনী গঠনে সাহায্য করছে। তবে সোয়লু কার্যত স্পষ্ট করে দিয়েছিলেন যে তিনি পাকিস্তানের কথাই বলছেন। কারণ তিনি এমন একটি দেশের কথা উল্লেখ করেছিলেন, যেটি তুরস্ক থেকে সরাসরি পাঁচ বা ছয় ঘণ্টার ফ্লাইট। এ ছাড়া সম্প্রতি পাকিস্তান তুরস্কের কাছে সাইবার সহায়তা চেয়েছে বলে জানিয়েছিলেন তিনি। 

সুলেইমান সোয়লু কোনো মামুলি স্বরাষ্ট্রমন্ত্রী নন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের হয়ে সাইবারস্পেসে ট্রল ও বট বাহিনী চালানোর জন্য কুখ্যাত তিনি। ২০১৬ সালে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার আগে এ ধরনের গোপন অভিযানের একাধিক প্রকল্পে কাজ করেন সোয়লু। তিনি ২০১৪ সালে এরদোয়ানের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির ডেপুটি চেয়ারম্যান ছিলেন। সেই সময় গবেষণা ও উন্নয়ন নিয়ে একাধিক সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন চালিয়েছিলেন তিনি। এ ছাড়া টুইটারে বিশিষ্ট ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আক্রমণ করতে একটি দলও গঠন করেছিলেন সোয়লু, যা বেশ প্রভাব ফেলেছিল তুরস্কের রাজনীতিতে। 

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে