হোম > বিশ্ব > এশিয়া

‘মৌন ধর্মঘটকারীদের’ জেলে নেওয়ার হুমকি মিয়ানমারের জান্তা সরকারের

মিয়ানমারে ‘মৌন ধর্মঘট’-এ অংশগ্রহণকারীদের জেলে নেওয়ার হুমকি দিয়েছে ক্ষমতা দখলকারী জান্তা সরকার। মঙ্গলবার সামরিক বাহিনী কর্তৃক নির্বাচিত সরকার হটিয়ে ক্যু করে ক্ষমতা দখলের এক বছর পূর্তিতে এই ‘মৌন ধর্মঘট’ শুরু হয়। এমন এক সময়ে এই হুমকি দেওয়া হলো, যখন দেশটির ওপর মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও কানাডা নতুন করে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে। 

সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

আন্দোলনকারীদের একজন নান লিন রয়টার্সকে বলেন, ‘আমাদের ভাগ্য ভালো হলে হয়তো গ্রেপ্তার হয়ে বাকি জীবন জেলেই কাটবে। আর কপাল খারাপ হলে আমাদের হত্যাও করা হতে পারে।’ তাঁর আশা, এই ‘মৌন ধর্মঘট’ সামরিক জান্তাকে একটি বার্তা দেবে। 

এদিকে মঙ্গলবার জান্তাবিরোধী আন্দোলনকারীরা জনগণকে ঘরে থাকতে এবং ব্যবসায়ীদের তাঁদের ব্যবসা বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন। 

জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করা হয়নি। 

এদিকে দেশটির জান্তা সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম জানিয়েছে, জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দেশটিতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা আরও ছয় মাসের জন্য বাড়িয়েছেন। 

এর আগে, ২০২০ সালে নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) কারচুপি করে জয়লাভ করেছে এমন অভিযোগ এনে সু চি ও দলটির অন্যান্য নেতাকে আটক করে ক্ষমতা দখল করে নেয় জান্তা সরকার। এর পর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বিশৃঙ্খলার মধ্যে রয়েছে।

সু চির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ হয় মিয়ানমারজুড়ে। রাস্তায় নেমে আসে লাখো মানুষ। সে সময় দেশটির সরকারনিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর সদস্যরা কয়েক শ মানুষকে হত্যা করে। 

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার