হোম > বিশ্ব > এশিয়া

দাতাগোষ্ঠীগুলো আফগানিস্তানকে ২৮ কোটি ডলার সহায়তা দিতে রাজি 

জব্দ থাকা সহায়তার মধ্যে ২৮ কোটি ডলার আফগানিস্তানকে দিতে রাজি হয়েছে দাতাগোষ্ঠী। এই অর্থ দিয়ে জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা উপকরণ দেওয়া হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ইউনিসেফের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সহায়তার ২৮ কোটি ডলারের মধ্যে ডব্লিউএফপিতে পাঠানো হবে ১৮ কোটি ডলার, বাকি ১০ কোটি ডলার পাঠানো হবে ইউনিসেফে। 
 
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিকে সহায়তা দেওয়া স্থগিত করেছিল দাতা সংস্থা বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের হস্তক্ষেপে ইতিমধ্যে বিদেশের বিভিন্ন ব্যাংকে জমা থাকা আফগানিস্তানের বৈদেশিক রিজার্ভের ১ হাজার কোটি ডলার জব্দ করা হয়েছে। এদিকে দেশটিতে অর্থসহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা। 
 
জাতিসংঘের খাদ্য সহায়তাবিষয়ক সংস্থা ডব্লিউএফপি জানিয়েছে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তীব্র খাদ্যসংকটের ঝুঁকিতে আছে, অপুষ্টিতে ভুগছে লাখ লাখ শিশু। 
 
জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, আফগানিস্তানের ৫৫ শতাংশ বা ২ কোটি ৩০ লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। আর দেশটির ৯০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। 
 
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, মানবিক বিপর্যয় মোকাবিলায় আফগানিস্তানকে এই সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের আফগানিস্তান রিকনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) ৩১ জন দাতা এই সহায়তার অনুমোদন দিলে আফগানিস্তানের মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফকে এই অর্থ দেওয়া হবে।
 
গতকাল শুক্রবার ওই ৩১ দাতা দেশের প্রতিনিধিরা একটি বৈঠক বসেন। সেখানেই আফগানিস্তানকে সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন পায়।

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক