হোম > বিশ্ব > এশিয়া

দাতাগোষ্ঠীগুলো আফগানিস্তানকে ২৮ কোটি ডলার সহায়তা দিতে রাজি 

জব্দ থাকা সহায়তার মধ্যে ২৮ কোটি ডলার আফগানিস্তানকে দিতে রাজি হয়েছে দাতাগোষ্ঠী। এই অর্থ দিয়ে জরুরি ভিত্তিতে খাদ্য ও চিকিৎসা উপকরণ দেওয়া হবে। বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ও ইউনিসেফের মাধ্যমে এই সহায়তা দেওয়া হবে। গতকাল শুক্রবার বিশ্বব্যাংকের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে। 
 
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সহায়তার ২৮ কোটি ডলারের মধ্যে ডব্লিউএফপিতে পাঠানো হবে ১৮ কোটি ডলার, বাকি ১০ কোটি ডলার পাঠানো হবে ইউনিসেফে। 
 
আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর দেশটিকে সহায়তা দেওয়া স্থগিত করেছিল দাতা সংস্থা বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের হস্তক্ষেপে ইতিমধ্যে বিদেশের বিভিন্ন ব্যাংকে জমা থাকা আফগানিস্তানের বৈদেশিক রিজার্ভের ১ হাজার কোটি ডলার জব্দ করা হয়েছে। এদিকে দেশটিতে অর্থসহায়তা স্থগিত করেছে বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা। 
 
জাতিসংঘের খাদ্য সহায়তাবিষয়ক সংস্থা ডব্লিউএফপি জানিয়েছে, আফগানিস্তানের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি তীব্র খাদ্যসংকটের ঝুঁকিতে আছে, অপুষ্টিতে ভুগছে লাখ লাখ শিশু। 
 
জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, আফগানিস্তানের ৫৫ শতাংশ বা ২ কোটি ৩০ লাখ মানুষ তীব্র ক্ষুধায় ভুগছে। আর দেশটির ৯০ লাখ মানুষ দুর্ভিক্ষের ঝুঁকিতে আছে। 
 
এর আগে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছিল, মানবিক বিপর্যয় মোকাবিলায় আফগানিস্তানকে এই সহায়তা দিতে রাজি হয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের আফগানিস্তান রিকনস্ট্রাকশন ট্রাস্ট ফান্ডের (এআরটিএফ) ৩১ জন দাতা এই সহায়তার অনুমোদন দিলে আফগানিস্তানের মানবিক বিপর্যয় মোকাবিলায় বিশ্ব খাদ্য কর্মসূচি ও ইউনিসেফকে এই অর্থ দেওয়া হবে।
 
গতকাল শুক্রবার ওই ৩১ দাতা দেশের প্রতিনিধিরা একটি বৈঠক বসেন। সেখানেই আফগানিস্তানকে সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন পায়।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট