হোম > বিশ্ব > এশিয়া

ঘুঁটি সাজাচ্ছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোর

প্রতিনিধি, কলকাতা

গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির পছন্দের ভোট কৌশলী ছিলেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। ২০১৪ সাল পর্যন্ত নরেন্দ্র মোদির কাছের লোক ছিলেন তিনি। তিনিই ছিলেন মোদিকে প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখার অন্যতম কৌশলী। কিন্তু মোদি প্রধানমন্ত্রী হতেই বিজেপির সঙ্গ ত্যাগ করে বিহারের বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমারে সমতা পার্টিতে নাম লেখান। উত্তর প্রদেশের গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়েও কাজ করেন তিনি। কিন্তু সাফল্য আসেনি। এরপর পশ্চিমবঙ্গে মমতাকে সাফল্য এনে দেয় তাঁর কৌশল। এবার তাঁর লক্ষ্য দিল্লি।

নরেন্দ্র মোদির সঙ্গে কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তাঁরই বিরুদ্ধে বিরোধীদের হয়ে ঘুঁটি সাজাচ্ছেন প্রশান্ত কিশোর। ২০২৪ লোকসভা নির্বাচনকে মাথায় রেখে এখন থেকেই বিরোধীদের এক জোট করার চেষ্টা করছেন। জানা গেছে, তাঁর পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করতে আসছেন। এর আগে পিকে নিজেই দফায় দফায় বৈঠক করছেন কংগ্রেস-সহ বিরোধী দলের নেতাদের সঙ্গে। এমনকি, কংগ্রেস মহলে জল্পনা–শতাব্দী প্রাচীন রাজনৈতিক দলটিতে নাম লেখাতে পারেন পিকে।

পিকের মতে, মোদির অভিজ্ঞতা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ বিজেপির। রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (আরএসএস) সামান্য প্রচারক থেকে মুখ্যমন্ত্রী, এরপর প্রধানমন্ত্রী–এই বিশাল অভিজ্ঞতা তাঁকে এগিয়ে রেখেছে। বেসরকারি একটি টিভি চ্যানেলে ভালো শ্রোতা হিসেবেও মোদির তারিফ করেছেন তিনি। কিন্তু দুর্বলতা হিসেবে মোদির মধ্যে উদারতার অভাব আছে বলে মন্তব্য করেছেন পিকে।

তাঁর মতে, পশ্চিমবঙ্গের ফর্মুলায় রাজ্যে রাজ্যে বিজেপি বিরোধী ভোটকে এক জোট করলেই হারানো যাবে ক্ষমতাসীন দলটিকে। আর সেটি করতে হবে কংগ্রেসকে সঙ্গে নিয়েই। সেই প্রক্রিয়া শুরুও করে দিয়েছেন তিনি। ভোট কৌশলী হিসেবে নয়, এখন সরাসরি রাজনীতির লোক হিসেবেই কাজ করতে চান পিকে। বিরোধীরাও পিকের ফর্মুলায় দিল্লি জয়ের স্বপ্ন দেখছেন। সিপিএম–সহ একাধিক বামপন্থী দলের নেতারাও জানিয়ে দিয়েছেন, পিকের ফর্মুলা মেনেই তাঁরা বিজেপিকে হারাতে তৃণমূলের সঙ্গে সর্বভারতীয় রাজনীতিতে হাত মেলাতে প্রস্তুত।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!