হোম > বিশ্ব > এশিয়া

কিমের মাথায় রহস্যময় ব্যান্ডেজ, স্বাস্থ্য নিয়ে গুঞ্জন 

আবারও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের স্বাস্থ্য ঘিরে ছড়াল গুঞ্জন। মাথায় কালো ক্ষত। রয়েছে ব্যান্ডেজ। সম্প্রতি কয়েকটি অনুষ্ঠানে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে সেভাবেই দেখা গিয়েছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

সংবাদমাধ্যম এনকের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত উত্তর কোরিয়ার সেনার একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কিম। সেই বৈঠকের ছবিতেই দেখা গিয়েছে ওই ব্যান্ডেজ। ২৭ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রাক্তন যোদ্ধাদের একটি কনফারেন্সেও হাজির ছিলেন। সেই সব অনুষ্ঠানের যে ছবি প্রকাশ করা হয়েছে, তার কয়েকটিতে ব্যান্ডেজ ছাড়াই কিমকে দেখা গিয়েছে। সেখানে তাঁর মাথার ডানদিকের পেছনে ক্ষতের মতো দেখা গিয়েছে তবে কী কারণে মাথায় সেই ক্ষত দেখা গিয়েছে, তা স্পষ্ট নয়। ওই সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, গত ২৯ জুন যখন ৩৭ বছরের নেতা পলিটব্যুরোর বৈঠকে গিয়েছিলেন, তখন তাঁর মাথায় কোনো ক্ষত ধরা পড়েনি। পরে ১১ জুলাই গায়কদের সঙ্গে উপস্থিত হয়েছিলেন, সেই সময় তাঁর মাথার পেছনটা দেখানো হয়নি। 

গতকাল মঙ্গলবার সংবাদ সংস্থা ইয়োনহাপের পক্ষ থেকে জানানো হয়েছে, কিমের স্বাস্থ্য নিয়ে কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। 

 এমনিতেই সময়টা ভালো যাচ্ছে না কিমের। উত্তর কোরিয়ায় চলছে তীব্র খাদ্য সংকট। গত জুনে দেখা যায়, কিম অসম্ভব রোগা হয়ে গিয়েছেন। প্রিয় নেতার চেহারার হাল দেখে কান্নায় ভেঙে পড়তে দেখা গিয়েছিল দেশের বহু নাগরিককে। এ ছাড়া কোরিয়ার সর্বাধিনায়ক হওয়ার পর থেকেই নিয়মিত গুজব ছড়িয়েছে তাঁর স্বাস্থ্য নিয়ে। বহুবার তাঁর মৃত্যুরও গুজব ছড়াতে দেখা গিয়েছে। কয়েক মাসের জন্য তিনি নিরুদ্দেশ থাকলেই এই ধরনের গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু প্রতিবারই সব গুঞ্জন উড়িয়ে ফিরে এসেছেন কিম। 

 

 

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান