হোম > বিশ্ব > এশিয়া

২ কোটি রুপি দিয়ে সৌদি আরবে মৃত্যুদণ্ড এড়ালেন ভারতের নাগরিক

নিহতের পরিবারকে দুই কোটি রুপি ক্ষতিপূরণ দিয়ে সৌদি আরবে মৃত্যুদণ্ড থেকে বেঁচে দেশে ফিরছেন এক ভারতীয়। অমৃতসরের বাসিন্দা বলবিন্দর সিংকে মুক্তি দেওয়ার কথা গতকাল বৃহস্পতিবার রিয়াদে ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার অমৃতসরের মুক্তসারে নিজ গ্রাম মালানে ৩৫ বছর বয়সী বলবিন্দরের ফেরার কথা রয়েছে। আগের দিন বিকেল ৪টা ১০ মিনিটের ফ্লাইটে সৌদি আরব থেকে ভারতের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। দিল্লি হয়ে অমৃতসর পৌঁছাবেন তিনি। 

রিয়াদের আদালত ২০১৩ সালে তাঁকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। সৌদি আরবের কারাগার থেকে নিজ দেশ ভারতে ফিরছেন তিনি। সৌদি কারাগার থেকে বলবিন্দরের মুক্তির জন্য প্রয়োজন ছিল দুই কোটি রুপি। বিশাল অঙ্কের এই অর্থ সংগ্রহের জন্য তাঁর পরিবার জনসাধারণ এবং সমাজসেবী এসপিএস ওবেরয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। 

বলবিন্দরের বোন সাতপাল কৌর (৪১) জানিয়েছেন, তাঁদের ভূমিহীন পরিবারের পাশে যারা দাঁড়িয়েছে তাদের সবার প্রতি তাঁরা কৃতজ্ঞ। তিনি বলেছেন, ‘বলবিন্দর জীবিত অবস্থায় ঘরে ফিরবেন, এই আশায় থেকে মা-বাবা মারা গেছেন। গত ১৫ বছর আমাদের পরিবারের জন্য ছিল ভীষণ দুর্যোগের সময়। পরিবারের সহায়তার জন্যই আমার ভাই বিদেশে গিয়ে আইনি সমস্যায় জড়িয়ে পড়েছিল।’

এক সৌদি নাগরিককে হত্যার দায়ে ২০১৩ সালে দোষী সাব্যস্ত হন বলবিন্দর। তাঁর ভাই মানদিপ সিং জানান, একটি পরিবহন কোম্পানিতে কাজ করতে ২০০৮ সালে সৌদি আরব যান বলবিন্দর। 

মানদিপ বলেন, একদিন এক সৌদি নাগরিক কয়েকজন পাঞ্জাব তরুণকে গালিগালাজ করছিলেন। বলবিন্দর প্রতিবাদ করেন; জড়িয়ে পড়েন ঝগড়ায়। একপর্যায়ে সৌদি নাগরিক তাঁকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। বলবিন্দর আত্মরক্ষার চেষ্টা করতে গেলে দুর্ভাগ্যবশত নিজের ছুরির আঘাতে প্রাণ হারান সৌদি নাগরিক। 

মানদিপ বলেন, বলবিন্দর অনেকবারই বলেছেন কারও জীবন কেড়ে নেওয়ার ইচ্ছা তাঁর ছিল না। তিনি কেবল আত্মরক্ষা করতে চেয়েছিলেন।

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা