হোম > বিশ্ব > এশিয়া

ইসরায়েলের মোসাদের পক্ষে গুপ্তচরবৃত্তি, তুরস্কে আটক ৩৩ 

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি এবং বিদেশি নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করার সন্দেহে তুরস্কে ৩৩ জনকে আটক করেছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

তুরস্কসহ ফিলিস্তিনের বাইরে অবস্থানরত হামাস সদস্যদের উপর হামলার চেষ্টা করলে পরিণতি ভয়াবহ হবে গত মাসেই ইসরায়েলকে সতর্ক করেছে তুরস্ক। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ইসরায়েলের এ ধরনের পদক্ষেপ হবে মারাত্মক ভুল।

তুরস্ক ও অন্যান্য বেশ কয়েকটি আরব মুসলিম দেশে হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ধরা হয় না।

ইস্তাম্বুলের সন্ত্রাসবিরোধী ব্যুরোর পুলিশ আটটি অঙ্গরাজ্যের ৫৭টি জায়গায় একযোগে অভিযান চালায়। গ্রেপ্তারের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোনো সূত্রের উল্লেখ না করে প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিরা ‘আন্তর্জাতিক গুপ্তচরবৃত্তির’ অংশ হিসেবে তুরস্কে অবস্থান করা বিদেশি নাগরিকদের চিহ্নিত, পর্যবেক্ষণ, হামলা ও অপহরণ করার পরিকল্পনা করছিল।

গাজায় ইসরায়েলের চলমান বোমাবর্ষণ নিয়ে নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। এনিয়ে এরদোয়ান ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রকাশ্যেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। 

স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়া বলেন, অভিযানে দেড় লাখ ইউরোসহ বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা, অবৈধ আগ্নেয়াস্ত্র ও অন্যান্য ডিজিটাল বস্তু জব্দ করেছে পুলিশ।

অভিযানের সময় পুলিশের ঘরে ঘরে তল্লাশি, সন্দেহভাজনদের হাতকড়া পরানো ও তাঁদের পুলিশের গাড়িতে তোলার ভিডিও প্রকাশ করেন তিনি।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়