হোম > বিশ্ব > এশিয়া

ওয়াশিংটনের অবরোধ ‘শোচনীয়ভাবে ব্যর্থ’ হয়েছে: ইরান 

ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব ধরনের ‘সর্বোচ্চ মাত্রার’ নিষেধাজ্ঞা ‘শোচনীয়ভাবে ব্যর্থ’ হয়েছে। রোববার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের নতুন বছরের উৎসব ‘নওরোজ’ উদ্‌যাপন উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এ কথা বলেন। সোমবার চীনা রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিজিটিএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

একই অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি—ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ধৈর্য ধরে প্রতিরোধ করায় তাঁদের প্রশংসা করে বলেন, ‘ইরানের জনগণ ওয়াশিংটনের ‘সর্বোচ্চ চাপ’ পরাস্ত করতে সক্ষম হয়েছে।’ 

খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের “সর্বোচ্চ চাপ” “শোচনীয় ব্যর্থতায়” প্রতিফলিত হয়েছে এবং এটি বিগত বছরে ইরানের জনগণের অর্জনের মাধ্যমে প্রতিফলিত হয়েছে। গত এক বছরে সারা বিশ্বে যে অসংখ্য ঘটনা ঘটেছে তা প্রমাণ করে ইরানিরা সঠিক পথ গ্রহণ করেছে।’ 

খামেনি এ সময় বিগত বছরের মুদ্রাস্ফীতির জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ‘প্রতিকূল জীবিকা পরিস্থিতি ও মুদ্রাস্ফীতি বিগত বছরের সবচেয়ে তিক্ত সমস্যাগুলো একটি ছিল। তবে এই অর্থনৈতিক সমস্যাগুলো সমাধান করা যেতে পারে এবং অবশ্যই সমাধান করা হবে।’ এ সময় খামেনি নতুন বছরকে উৎপাদনকে বৃদ্ধির লক্ষ্যে জ্ঞানভিত্তিক চাকরি সৃষ্টির বছর বলে ঘোষণা করেন। 

খামেনির পদাঙ্ক অনুসরণ করে দেশটির প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তায় ইব্রাহিম রাইসি বলেছেন, ইরানের জনগণ যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ সহ্য করে ব্যর্থতা কাটিয়ে গত কয়েক বছর দেশের জনগণ যা করেছে তা দেশের সবচেয়ে বড় অর্জন এবং এ জন্য ইরানের জনগণকে ধন্যবাদ জানান তিনি।

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের