হোম > বিশ্ব > এশিয়া

ব্লিঙ্কেনের প্রথম দিনের চীন সফরে সূক্ষ্ম মতবিরোধ 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনা কর্মকর্তাদের সঙ্গে দুই দিনের সফরের প্রথম দিন শেষ করেছেন। বেইজিংয়ে গতকাল রোববারের দুই দেশের কূটনীতিকেরা খুব সরাসরি এবং স্পষ্টভাবে বিরোধের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন। এ সময় দুই দেশের নেতারা বিভিন্ন বিষয়েই সূক্ষ্ম মতবিরোধ করেছেন। খবর বিবিসির। 

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা গতকাল রোববার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে বলেন, চীনের সঙ্গে পুনরায় কূটনৈতিক সুসম্পর্ক গড়ে তুলতে যুক্তরাষ্ট্র এগিয়ে যাচ্ছে। এটি এখন প্রথম ধাপে রয়েছে। সামনে আরও আলোচনার দ্বার উন্মোচন করতে কাজ করছে। 

রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাংয়ের সঙ্গে ৮ ঘণ্টা বৈঠক করেছেন, যা শিডিউলের চেয়ে ১ ঘণ্টা বেশি ছিল। গত কয়েক মাসের বরফ-শীতল সম্পর্কের মাথায় এই বৈঠক পরিস্থিতিকে কিছুটা স্বাভাবিক করবে। তবে যুক্তরাষ্ট্রের এ সফরে তেমন কিছু অর্জনের প্রতাশা নেই বলে ধারণা করছেন অনেকেই। 

এদিকে আজ সোমবার আবার বৈঠকে বসেছেন ব্লিঙ্কেন ও চীনের কমিউনিস্ট পার্টির বৈদেশিক মিশনের প্রধান ওয়াং। মিটিং শুরুর আগে তাঁরা নীরবেই করমর্দন করে কক্ষে প্রবেশ করেন। তবে ব্লিঙ্কেনের এই সফরে চীনের কূটনৈতিক নেতাদের বেশ উৎফুল্ল দেখা গেছে প্রথম দিন থেকেই। আজকের আলোচনায় বিশেষ বিষয়ে গুরত্ব দেওয়ার কথা রয়েছে। 

চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গাং কিছুদিনের মধ্যেই যুক্তরাষ্ট্র সফর করার কথা রয়েছে। তবে এই সফরে তিনি দুই দেশের মধ্যে আরও বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয় নিয়ে কথা বলবেন, ভূ-রাজনীতি নয়। 

চীন সরকারের সাবেক সিনিয়র উপদেষ্টা এবং বর্তমানে চীন ও বিশ্বায়ন কেন্দ্রের প্রধান ওয়াং হুইয়াও বলেন, ‘আমি মনে করি না যে সোনালি অতীতে ফিরে যাওয়া সম্ভব। তবে আমরা সম্ভবত এক নতুন স্বাভাবিক দুনিয়ায় প্রবেশ করেছি। যেখানে উভয় দেশ একে অপরকে পরিবর্তনের চেষ্টা করে না। বরং শান্তিপূর্ণ সহাবস্থানের উপায় খুঁজে বের করে।’ 

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ওয়াশিংটনের সঙ্গে ১৯৭৯ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর এটিই সর্বনিম্ন পর্যায়ে বলে বর্ণনা করেছেন।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি