হোম > বিশ্ব > এশিয়া

বিনা ভিসায় থাইল্যান্ড ভ্রমণের সুযোগ ভারতীয়দের

বিদেশ ভ্রমণে অন্যতম ঝামেলা ভিসা। সঠিক সময় তা মিলবে কি না, কত দিনের ভিসা পাওয়া যাবে, এসব নিয়ে দুশ্চিন্তায় থাকেন সবাই। এ অবস্থায় নিজেদের দেশের পর্যটনকে আরও জনপ্রিয় করতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে থাইল্যান্ড সরকার। 

নতুন পদক্ষেপের ফলে ভারতীয়রা ভিসা ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। তাইওয়ানের নাগরিকরাও এই সুবিধা পাবেন। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে ১০ মে ২০২৪ পর্যন্ত ভিসা ছাড়াই দেশটিতে ভ্রমণ করতে পারবেন ভারতীয়রা। এক দফায় সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত থাকতে পারবেন সেখানে। 

তাইওয়ানের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। পর্যটন শিল্পের মাধ্যমে আরও বেশি বিদেশি মুদ্রা আয় করাই দেশটির লক্ষ্য। গত সেপ্টেম্বর মাসে চীনা নাগরিকদের জন্য ‘ভিসা ফ্রি’ হয় থাইল্যান্ড। এর ফলও মিলেছে। দেশটির জনপ্রিয় পর্যটন শহর ব্যাংকক ও পাতায়াতে উপচে পড়েছে ভ্রমণপিপাসুদের ভিড়। 

থাইল্যান্ডের পর্যটন দপ্তরের তথ্য অনুয়ায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত বিদেশি পর্যটকের সংখ্যা ছিল দুই কোটি দুই লাখ। মালয়েশিয়া, চীন এবং দক্ষিণ কোরিয়ার পরে থাইল্যান্ডে পর্যটক সংখ্যায় এগিয়ে ভারতীয়রা। বছরে প্রায় ১২ লাখ ভারতীয় থাইল্যান্ড ভ্রমণ করেন। এবার আগামী সাত মাসের জন্য ভিসা তুলে নেওয়ায় তা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে