হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে মানবিক সহায়তা পাঠাবে রাশিয়া

খুব শিগগিরই রাশিয়া মানবিক সাহায্য হিসেবে আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠানোর পরিকল্পনা করছে। ১৩ সেপ্টেম্বর সোমবার রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা আরআইএ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে আফগানিস্তানে নতুন সরকারের ঘোষণা দিয়েছে তালেবান। নবগঠিত এই মন্ত্রিসভায় কট্টরপন্থী প্রবীণ নেতাদের শীর্ষ পদে রাখা হয়েছে। এই মন্ত্রিসভায় বেশ কয়েকজন নেতা রয়েছেন যাদের ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্র পুরস্কার ঘোষণা করেছিল। শতভাগ পুরুষ সদস্যের এ মন্ত্রিসভা নিয়ে পশ্চিমা রাষ্ট্রগুলো কিছুটা হতাশ। এরপরও সতর্কতার সঙ্গে স্বাগত জানিয়েছে তারা। 

এদিকে নবগঠিত সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোহাম্মদ হাসান আখুন্দ দেশ ছেড়ে পালানো সাবেক সরকারের কর্মকর্তাদের ফিরে এসে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি তাঁদের শতভাগ নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন। হাসান আখুন্দ আল জাজিরাকে বলেন, ‘আফগানিস্তানে রক্তপাতের যুগ শেষ হয়েছে। এই ঐতিহাসিক মুহূর্তের জন্য আমদের বহু ক্ষতি স্বীকার করতে হয়েছে।’ 

গত আগস্টের মাঝামাঝি তালেবানের ক্ষমতা দখলের পর পশ্চিমা সমর্থিত সরকারের সহযোগী হাজার হাজার মানুষ দেশ ছেড়ে পালিয়ে যায়। 

তালেবানের নতুন মন্ত্রিসভা সম্পর্কে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ওয়াশিংটন আফগান মন্ত্রিসভা ঘোষণার পর্যালোচনা করছে। জার্মানির একটি মার্কিন বিমান ঘাঁটি পরিদর্শনকালে তিনি বলেন, ‘কিন্তু একটি নতুন সরকার অংশগ্রহণ মূলক হবে বলে দাবি করা সত্ত্বেও, ঘোষিত নামের তালিকায় কেবল তালেবান সদস্য বা তাদের ঘনিষ্ঠ সহযোগী রয়েছে। কোনো নারী নেই। 

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট