হোম > বিশ্ব > এশিয়া

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে কালাজাদু করার অভিযোগে পরিবেশমন্ত্রী গ্রেপ্তার

এএফপি, মালে 

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির একজন নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেপ্তার হন তিনি। তদন্তের স্বার্থে তাঁকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

গ্রেপ্তার হওয়া ফাথিমাত শামনাজ আলী সালিম মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী। গত বৃহস্পতিবার তাঁর গ্রেপ্তারের খবর দেয় এএফপি। 

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের বিষয়েও তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

জলবায়ু সংকটের কারণে বিপর্যয়ের তালিকায় প্রথম সারিতে থাকা দেশগুলোর একটি মালদ্বীপ। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপকে কার্যত বসবাসের অযোগ্য করে তুলতে পারে। এমন একটি দেশে ফাথিমাত শামনাজ আলী সালিম যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ মালদ্বীপের প্রায় ৯৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। দেশটির বিদ্যমান দণ্ডবিধির অধীনে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামে কালো জাদু নিষিদ্ধ হওয়ায় ইসলামি আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে। 

মালদ্বীপে কালো জাদুর ঘটনা এটিই প্রথম নয়। এমন ঘটনা নিয়ে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছিল দেশটি। 

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর