হোম > বিশ্ব > এশিয়া

মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুকে কালাজাদু করার অভিযোগে পরিবেশমন্ত্রী গ্রেপ্তার

এএফপি, মালে 

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুকে ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির একজন নারী মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাজধানী মালে থেকে অন্য দুজনের সঙ্গে গ্রেপ্তার হন তিনি। তদন্তের স্বার্থে তাঁকে এক সপ্তাহের জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। 

গ্রেপ্তার হওয়া ফাথিমাত শামনাজ আলী সালিম মালদ্বীপের পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানিবিষয়ক প্রতিমন্ত্রী। গত বৃহস্পতিবার তাঁর গ্রেপ্তারের খবর দেয় এএফপি। 

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করলেও পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। স্থানীয় সংবাদমাধ্যমগুলোয় প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের বিষয়েও তাঁদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। 

জলবায়ু সংকটের কারণে বিপর্যয়ের তালিকায় প্রথম সারিতে থাকা দেশগুলোর একটি মালদ্বীপ। জাতিসংঘের পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, সমুদ্রপৃষ্ঠের ক্রমবর্ধমান উচ্চতা চলতি শতাব্দীর শেষ নাগাদ মালদ্বীপকে কার্যত বসবাসের অযোগ্য করে তুলতে পারে। এমন একটি দেশে ফাথিমাত শামনাজ আলী সালিম যে মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

সাড়ে পাঁচ লাখ জনসংখ্যার দেশ মালদ্বীপের প্রায় ৯৯ শতাংশ মানুষই ইসলাম ধর্মাবলম্বী। দেশটির বিদ্যমান দণ্ডবিধির অধীনে কাউকে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু করা কোনো ফৌজদারি অপরাধ নয়। তবে ইসলামে কালো জাদু নিষিদ্ধ হওয়ায় ইসলামি আইনের অধীনে এ ধরনের অপরাধের দায়ে জড়িত ব্যক্তিদের ছয় মাসের কারাদণ্ড হতে পারে। 

মালদ্বীপে কালো জাদুর ঘটনা এটিই প্রথম নয়। এমন ঘটনা নিয়ে এর আগেও সংবাদের শিরোনাম হয়েছিল দেশটি। 

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের পাঁচ বছরের কারাদণ্ড

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক