হোম > বিশ্ব > এশিয়া

গিলে ফেলার ৭ দিন পর অজগরের পেটে মিলল নারীর আস্ত দেহ 

এক ভয়াবহ ঘটনায় ১৬ ফুট দীর্ঘ অজগরের পেটে চলে যান ৫২ বছরের নারী। পরে অজগরের পেট কেটে বের করা হয় সেই নারীর মরদেহ। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার জামবি রাজ্যে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ৫২ বছরের ওই নারীর নাম জাহরা। কাজ করতেন একটি রাবার বাগানে। সর্বশেষ কাজে যাওয়ার পর প্রায় এক সপ্তাহ পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না দেখে পুলিশের কাছে অভিযোগ করা হয়। তার একদিন পর, পুলিশের সন্ধানকারী দল একটি অজগরের সন্ধান পায় যেটির পেট আকারে তুলনামূলকভাবে বেশ বড় দেখাচ্ছিল। এই অবস্থায় স্থানীয়রা ধারণা করেন, অজগরটিই জাহরাকে খেয়ে ফেলেছে। এই ধারণার বশবর্তী হয়ে তাঁরা সাপটিকে মেরে ফেলে এবং পেট কেটে জাহরার মরদেহ বের করে।

অবশ্য পেট কেটে বের করার পর প্রথমবারেই জাহরার দেহ শনাক্ত করা যায়নি। পরে তাঁর কাপড় দেখে তাঁকে তাঁর পরিবারের সদস্যরা শনাক্ত করেন। এই বিষয়ে স্থানীয় বেতারা জামবি পুলিশ প্রধান একেপি এস হারেফা বলেন, ‘ওই সাপের পেটে যে নারীর দেহ পাওয়া যায় তা অনেকটাই অক্ষত অবস্থায় ছিল।’

এমন ঘটনা বিরল হলেও এর আগেও এমন একাধিক ঘটনার নজির রয়েছে। এর আগে, ২০১৮ সালে প্রায় ২২ ফুট দীর্ঘ এক অজগর ৫৪ বছরের এক নারীকে আস্ত গিলে ফেলেছিল। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের