হোম > বিশ্ব > এশিয়া

তিয়েনআনমেনে গণহত্যার স্মরণে নির্মিত ভাস্কর্য সরিয়ে ফেলল হংকং বিশ্ববিদ্যালয়

হংকং বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নির্মিত দুই দশকেরও বেশি পুরোনো একটি ভাস্কর্য সরিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ভাস্কর্যটি ১৯৮৯ সালে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণহত্যার স্মরণে নির্মাণ করা হয়েছিল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় কাউন্সিলের এক বিবৃতিতে বলা হয়েছে, গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক আলোচনাসভায় ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোত্তম স্বার্থের জন্য আইনি পরামর্শ এবং ঝুঁকি মূল্যায়নের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

তবে বিশ্ববিদ্যালয়টির কাউন্সিল ভাস্কর্যটি সংরক্ষণের জন্য অনুরোধ করেছে, যাতে পরবর্তী আইনি পরামর্শের ভিত্তিতে যেকোনো পদক্ষেপ নেওয়া যায়। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভাস্কর্যটি অপসারণের জন্য কর্মীরা কয়েক ঘণ্টা কাজ করেছেন। তাঁরা গভীর রাতে ভাস্কর্যটি অপসারণ করে একটি কাভার্ড ভ্যানে নিয়ে যান। 

তামার তৈরি ৮ মিটার বা ২৬ ফুট উঁচু ভাস্কর্যটি ‘দ্য পিলার অব শেইম’ নামে পরিচিত। ডেনমার্কের ভাস্কর জেন্স গ্যালশিয়ট ২৪ বছর আগে ইউনিভার্সিটি অব হংকং ক্যাম্পাসে ভাস্কর্যটি স্থাপন করেন। 

গত অক্টোবরে ভাস্কর্যটি অপসারণের সিদ্ধান্ত নেয়। ওই সময় গ্যালশিয়ট ভাস্কর্য অপসারণের সিদ্ধান্তকে নিষ্ঠুর সমাধি ধ্বংসের শামিল বলে মন্তব্য করেন। 

বেইজিংয়ে ১৯৮৯ সালের ৪ জুন বিক্ষুব্ধ ছাত্রজনতার ওপর গুলিবর্ষণ করে চীনের সামরিক বাহিনী। এতে কয়েক হাজার মানুষ নিহত হলেও চীন সরকারের দাবি, এতে মাত্র ২০০ জন নিহত হয়। নিহত বিক্ষোভকারীদের স্মরণেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছিল। 

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে