হোম > বিশ্ব > এশিয়া

১০ আঞ্চলিক শক্তির সমর্থন পেল তালেবান

আফগানিস্তানের নতুন তালেবান শাসকেরা ১০ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। জাতিসংঘের দাতা সম্মেলনের ধারণার জন্য মস্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে আফগানিস্তানকে অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয় রোধে সহায়তা করতে সম্মত হয়েছে দেশগুলো। 

গত বুধবার, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং উজবেকিস্তান তালেবানদের সঙ্গে যোগ দিয়ে জাতিসংঘকে আফগানিস্তান পুনর্গঠনে সাহায্য করার জন্য যত দ্রুত সম্ভব এ ধরনের জাতীয় সম্মেলন আহ্বান করার আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি ইঙ্গিত করে আঞ্চলিক দেশগুলো বলছে, ‘আফগানিস্তানের অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের বোঝা অবশ্যই তারা বহন করবে, যাদের সামরিক বাহিনী গত ২০ বছর এই দেশটিতে উপস্থিত ছিল। যারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে আক্রমণ করে এবং সম্প্রতি যাদের আকস্মিক সেনা প্রত্যাহারের পর কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পথ সুগম হয় তালেবানদের।’

মস্কো বৈঠকে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। তবে ‘কৌশলগত কারণে’ এ আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে দেশটি। যদিও ভবিষ্যতে এ ধরনের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

আফগানিস্তানের চলমান পরিস্থিতি আঞ্চলিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করে ধারাবাহিকভাবে তালেবান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রাশিয়া। তবে এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি রাশিয়াসহ অন্য আঞ্চলিক দেশগুলো।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার