হোম > বিশ্ব > এশিয়া

১০ আঞ্চলিক শক্তির সমর্থন পেল তালেবান

আফগানিস্তানের নতুন তালেবান শাসকেরা ১০ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। জাতিসংঘের দাতা সম্মেলনের ধারণার জন্য মস্কোতে অনুষ্ঠিত এক বৈঠকে আফগানিস্তানকে অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয় রোধে সহায়তা করতে সম্মত হয়েছে দেশগুলো। 

গত বুধবার, রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, ইরান, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমিনিস্তান এবং উজবেকিস্তান তালেবানদের সঙ্গে যোগ দিয়ে জাতিসংঘকে আফগানিস্তান পুনর্গঠনে সাহায্য করার জন্য যত দ্রুত সম্ভব এ ধরনের জাতীয় সম্মেলন আহ্বান করার আহ্বান জানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতি ইঙ্গিত করে আঞ্চলিক দেশগুলো বলছে, ‘আফগানিস্তানের অর্থনৈতিক এবং মানবিক বিপর্যয়ের বোঝা অবশ্যই তারা বহন করবে, যাদের সামরিক বাহিনী গত ২০ বছর এই দেশটিতে উপস্থিত ছিল। যারা ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে আক্রমণ করে এবং সম্প্রতি যাদের আকস্মিক সেনা প্রত্যাহারের পর কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পথ সুগম হয় তালেবানদের।’

মস্কো বৈঠকে যুক্তরাষ্ট্রকে আমন্ত্রণ জানিয়েছিল রাশিয়া। তবে ‘কৌশলগত কারণে’ এ আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে দেশটি। যদিও ভবিষ্যতে এ ধরনের বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

আফগানিস্তানের চলমান পরিস্থিতি আঞ্চলিক অস্থিতিশীলতা ডেকে আনতে পারে বলে শঙ্কা প্রকাশ করে ধারাবাহিকভাবে তালেবান সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে রাশিয়া। তবে এখনই তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি রাশিয়াসহ অন্য আঞ্চলিক দেশগুলো।

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের