হোম > বিশ্ব > এশিয়া

হংকংয়ের নেতা নির্বাচিত হলেন বেইজিংপন্থী জন লি

হংকংয়ের নতুন নেতা নির্বাচিত হয়েছেন সাবেক নিরাপত্তাপ্রধান জন লি কা-চিউ। প্রথমবারের মতো হংকংয়ের শীর্ষ পদে একজন নিরাপত্তা কর্মকর্তা নির্বাচিত হলেন। তিনি বেইজিংপন্থী নেতা হিসেবে পরিচিত। স্থানীয় সময় রোববার সকালে ৬৪ বছর বয়সী সাবেক এই নিরাপত্তাপ্রধানকে নির্বাচিত করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জন লিকে নেতা হিসেবে নির্বাচিত করাকে হংকংয়ের ওপর চীনের দখলদারি আরও শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ক্যারি ল্যামের স্থলাভিষিক্ত হচ্ছেন নতুন নির্বাচিত জন লি। 

এক সমীক্ষায় দেখা গেছে, জন লি-কে মানুষ তেমন পছন্দ করেন না। জনপ্রিয়তা সমীক্ষায় ১০০ এর মধ্যে মাত্র ৩৪.৮ পয়েন্ট অর্জন করেছেন তিনি। তবে হংকংয়ে এ জাতীয় সমীক্ষা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। কারণ, এখানকার জনগণ নিজেরা তাঁদের নেতা নির্বাচিত করতে পারে না। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনে জন লি ছিলেন একমাত্র প্রার্থী। বেইজিংপন্থী নির্বাচন কমিটির ১ হাজার ৫০০ ভোটের মধ্যে ১ হাজার ৪১৬ ভোট পেয়েছেন জন লি। আটজন ভোটার তাঁর বিরুদ্ধে ‘না ভোট’ দিয়েছেন। 

উল্লেখ্য, একসময় ব্রিটেনের কলোনি ছিল হংকং। প্রশাসনিক কারণে ১৯৯৭ সালে এই অঞ্চল চীনের অধীনে আসে। 

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান