হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের পক্ষে জয়শঙ্করের সাফাই

মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে দিল্লির সম্পর্কের পক্ষে সাফাই গেয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। জান্তা সরকারের বিরুদ্ধে গণহত্যা এবং আগামী বছরে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে পরিকল্পনা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগের মধ্যেই এই সাফাই গাইলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

স্থানীয় সময় আজ বৃহস্পতিবার থাইল্যান্ডের চুলালংকর্ণ বিশ্ববিদ্যালয়ে দেওয়া এক ভাষণে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সম্পর্ককে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে বিবেচনা করলে হবে না।’

জয়শঙ্কর আরও বলেন, ‘আমাদের সরাসরি প্রতিবেশী হওয়ায় জান্তা সরকার রেজিমের সঙ্গে আমরা সম্পর্ক না রেখে পারি না। বিশেষ করে সীমান্ত অপরাধ, করোনাভাইরাস এবং অন্যান্য ইস্যুর কারণে আমরা এটা করতে পারি না। আমাদের প্রতিবেশির সঙ্গে সীমান্ত সমস্যাসহ বিভিন্ন জটিলতা নিয়ে কাজ করতে হয়।’

এর আগে, চলতি বছরের শুরুতে মিয়ানমারে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জান্তা সরকারের প্রধান মিন অঙ হ্লাইয়ের কাছেই তাঁর বিষয়ে তথ্যাদি পেশ করেন। বিশ্লেষকেরা এই পদক্ষেপের মাধ্যমে ভারত মিয়ানমারের জান্তা সরকারকে এক ধরণের বৈধতা দিয়েছে।

জয়শঙ্কর বলেন, নিকটবর্তী প্রতিবেশী হিসাবে মিয়ানমার গণতন্ত্রের বিকাশে যে ধরণের সংকট এবং তা থেকে উত্তরণে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের তার প্রতি সহানুভূতি এবং নিজস্ব বোঝাপড়া রয়েছে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জান্তার সঙ্গে সম্পৃক্ততা থাকা সত্ত্বেও আমরা গভীরভাবে বিশ্বাস করি যে—মিয়ানমার গণতান্ত্রিক পদ্ধতি দ্বারাই সর্বোত্তমভাবে পরিচালিত হয় এবং এই পদ্ধিতিতেই জনগণের অনুভূতি–ইচ্ছার সর্বোচ্চ প্রকাশ ঘটে।’

সর্বশেষ, গত সপ্তাহেই মিয়ানামারের জান্তা সরকার দেশটি ৯২টি রাজনৈতিক দলকে বিদেশি নাগরিক, সংস্থা এবং আন্তর্জাতিক কোনো সংগঠনের সঙ্গে বৈঠক করতে নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মিয়ানমারের জান্তা সরকারের এমন ‘নির্লজ্জ নির্বাচন’ পরিকল্পনা প্রত্যাখ্যান করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র