হোম > বিশ্ব > এশিয়া

সীমান্তে ইরান-তালেবান সংঘর্ষ

আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একাধিক ভিডিওতে তালেবান বাহিনীকে একত্রিত হতে দেখা যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তালেবানের গুলির বিপরীতে ইরানি বাহিনীও গুলি ছোড়ে। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষটি হিরমন্দ কাউন্টির শাঘালাক গ্রামে সংঘটিত হয়েছে। এই এলাকায় চোরাচালান ঠেকাতে আফগানিস্তানের সীমান্তের কাছে ইরান সীমান্তের ভেতরে দেয়াল ঘেরা এলাকা রয়েছে। ইরানের কিছু কৃষক ওই দেয়াল টপকে আসে। কিন্তু তখনো তারা ইরানের সীমান্তের ভেতরেই ছিল। কিন্তু ওই সময় তালেবান বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ইরানের বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।

এই সংঘর্ষ নিয়ে পরবর্তীতে ইরান ও আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে। তাঁরা উভয়ই এই সংঘর্ষকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে বিবৃতি দিয়েছে।

গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে। তবে এ সময় তিনি তালেবানের নাম উল্লেখ করেননি। 

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং