হোম > বিশ্ব > এশিয়া

সীমান্তে ইরান-তালেবান সংঘর্ষ

আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একাধিক ভিডিওতে তালেবান বাহিনীকে একত্রিত হতে দেখা যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তালেবানের গুলির বিপরীতে ইরানি বাহিনীও গুলি ছোড়ে। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষটি হিরমন্দ কাউন্টির শাঘালাক গ্রামে সংঘটিত হয়েছে। এই এলাকায় চোরাচালান ঠেকাতে আফগানিস্তানের সীমান্তের কাছে ইরান সীমান্তের ভেতরে দেয়াল ঘেরা এলাকা রয়েছে। ইরানের কিছু কৃষক ওই দেয়াল টপকে আসে। কিন্তু তখনো তারা ইরানের সীমান্তের ভেতরেই ছিল। কিন্তু ওই সময় তালেবান বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ইরানের বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।

এই সংঘর্ষ নিয়ে পরবর্তীতে ইরান ও আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে। তাঁরা উভয়ই এই সংঘর্ষকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে বিবৃতি দিয়েছে।

গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে। তবে এ সময় তিনি তালেবানের নাম উল্লেখ করেননি। 

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭