হোম > বিশ্ব > এশিয়া

মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া, দাবি দক্ষিণ কোরিয়ার

উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রে স্বল্পমাত্রার ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আজ মঙ্গলবার ভোরে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘে উত্তর কোরীয় দূত বলেছেন, পিয়ংইয়ংয়ের আত্মরক্ষা ও অস্ত্র পরীক্ষার অধিকার কেউই অস্বীকার করতে পারবে না। 

এর আগে চলতি মাসের শুরুতে পিয়ংইয়ং ব্যালেস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা চালায়। কিন্তু এর কিছুদিন আগে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহের কথা জানিয়েছিল উত্তর কোরিয়া। 

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, `ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি সম্পর্কে আমরা অবগত। মিসাইল ছোড়ার ফলে মার্কিন নাগরিক বা এর মিত্রদের ওপর তাৎক্ষণিক কোনো হুমকি তৈরি করেনি।'

যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড বলছে, মিসাইল ছোড়ার মধ্য দিয়ে উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্র কর্মসূচির অস্থিতিশীল যে প্রভাব, সেটিই ফুটে উঠেছে। জাপানি সংবাদমাধ্যম প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, মনে হচ্ছে এটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র, যা জাতিসংঘের নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত। 

সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বক্তব্য দেন উত্তর কোরিয়ার দূত কিম সং। তিনি সেখানে বলেছিলেন, উত্তরের অস্ত্র ‘উন্নয়ন, পরীক্ষণ, উৎপাদন ও সংরক্ষণের’ অধিকার আছে। তাঁর দেশ নিজেকে রক্ষার উদ্দেশ্যে জাতীয় প্রতিরক্ষাব্যবস্থা গড়ছে বলেও উল্লেখ করেন তিনি।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত