হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ার থানায় আত্মঘাতী বোমা হামলা, পুলিশ নিহত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা এলাকার আস্তানা আনিয়ার থানায় এক ব্যক্তি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছেন। এতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। এর মধ্যে একজন বেসামরিক ব্যক্তিও রয়েছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন হামলাকারীর হাতে ছুরিও ছিল। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৮টা ২০ মিনিটে এই হামলার ঘটনা ঘটেছে বলে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে। 

বান্দুং শহরের পুলিশপ্রধান আসউইন সিপায়ুং ইন্দোনেশিয়ার কমপাস টিভিকে বলেছেন, আজ সকালে সমাবেশের জন্য পুলিশের সদস্যরা যখন সারিবদ্ধ হচ্ছিলেন, তখন এক ব্যক্তি আস্তানা আনিয়া থানায় প্রবেশ করেন এবং বোমার বিস্ফোরণ ঘটান। 

এদিকে এই হামলার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল পুলিশের পাবলিক ইনফরমেশন ব্যুরো। সংস্থাটির প্রধান আহমেদ রামাদান বলেছেন, ‘বান্দুং পুলিশ ইন্দোনেশিয়ার সন্ত্রাস দমন ইউনিটের সঙ্গে সমন্বয় করে ঘটনাটি তদন্ত করছে। 

ইন্দোনেশিয়ার সন্ত্রাসবাদবিরোধী সংস্থার (বিএনপিটি) কর্মকর্তা ইবনু সুহেন্দ্র মেট্রো টিভিকে বলেছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটসের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট জামাহ আনসারুত দৌলাহ (জেএডি) গ্রুপ এই হামলা চালিয়ে থাকতে পারে। 

 ২০১৮ সালে ইন্দোনেশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়ার গির্জাগুলোতে ধারাবাহিক আত্মঘাতী হামলার পর জেএডি গ্রুপকে নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া সরকার। এর আগে ২০১৬ সালে জাকার্তায় একটি মারাত্মক হামলার জন্য এই গোষ্ঠী দায়ী বলে অভিযোগ রয়েছে। 

পশ্চিম জাভা পুলিশের মুখপাত্র ইব্রাহিম টম্পো বলেছেন, বুধবারের হামলায় একজন বেসামরিক নাগরিকসহ অন্তত আটজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্থানীয় টেলিভিশনগুলোর ভিডিও ফুটেজে দেখা গেছে, থানা ভবনের একাংশ বিধ্বস্ত হয়েছে। সেখান থেকে ধোঁয়া উঠছে। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের