রাজপরিবার ছেড়ে প্রেমের টানে সাধারণ ঘরের কেই কোমুরোকে নিয়ে নিউইয়র্কের উদ্দেশে টোকিও ছেড়েছেন জাপানের সাবেক রাজকুমারী মাকো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে জীবনসঙ্গী কেই কোমুরোকে নিয়ে বাণিজ্যিক ফ্লাইটে করে নিউইয়র্কের উদ্দেশে টোকিও বিমানবন্দর ছেড়ে গেছেন জাপানের সাবেক রাজকুমারী মাকো। নিউইয়র্কের যেখানে কেই কোমুরো আইন সংস্থায় কাজ করেন সেখানে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে উঠবেন এই দম্পতি। টোকিও বিমানবন্দর ছাড়ার সময় অনেক সাংবাদিক সেখানে ভিড় জমান। তবে এই দম্পতি কারও কোনো প্রশ্নের উত্তর দেননি। পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাদের ঘিরে রেখেছিলেন।
উল্লেখ্য, জাপানের আইন ও দেশটির রাজপরিবারের নিয়ম অনুযায়ী, পরিবারের কোনো নারী যদি সাধারণ ঘরের কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে তাকে রাজকীয় পদ-পদবি ও মর্যাদা ত্যাগ করা বাধ্যতামূলক।