হোম > বিশ্ব > এশিয়া

রাজকীয়তা ছেড়ে নিউইয়র্কে পাড়ি জমালেন জাপানের সাবেক রাজকুমারী

রাজপরিবার ছেড়ে প্রেমের টানে সাধারণ ঘরের কেই কোমুরোকে নিয়ে নিউইয়র্কের উদ্দেশে টোকিও ছেড়েছেন জাপানের সাবেক রাজকুমারী মাকো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে জীবনসঙ্গী কেই কোমুরোকে নিয়ে বাণিজ্যিক ফ্লাইটে করে নিউইয়র্কের উদ্দেশে টোকিও বিমানবন্দর ছেড়ে গেছেন জাপানের সাবেক রাজকুমারী মাকো। নিউইয়র্কের যেখানে কেই কোমুরো আইন সংস্থায় কাজ করেন সেখানে একটি ভাড়া করা অ্যাপার্টমেন্টে উঠবেন এই দম্পতি। টোকিও বিমানবন্দর ছাড়ার সময় অনেক সাংবাদিক সেখানে ভিড় জমান। তবে এই দম্পতি কারও কোনো প্রশ্নের উত্তর দেননি। পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা তাদের ঘিরে রেখেছিলেন। 

এর আগে, গত ২৬ অক্টোবর জাপানের রাজকুমারী ও দেশটির বর্তমান সম্রাটের ভাতিজি মাকো কেই কোমুরোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

উল্লেখ্য, জাপানের আইন ও দেশটির রাজপরিবারের নিয়ম অনুযায়ী, পরিবারের কোনো নারী যদি সাধারণ ঘরের কাউকে বিয়ে করেন, সেক্ষেত্রে তাকে রাজকীয় পদ-পদবি ও মর্যাদা ত্যাগ করা বাধ্যতামূলক।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!