হোম > বিশ্ব > এশিয়া

প্রাদেশিক রাজধানী যারানজ দখলে নিল তালেবান

আফগানিস্তান থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেওয়ার পর থেকেই আফগান সরকার ও সশস্ত্র গোষ্ঠী তালেবান মুখোমুখি অবস্থানে রয়েছে। আফগানিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখলে নিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করে চলেছে তালেবান। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই প্রথম একটি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে চলে গেছে। শুক্রবার বিকেলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নেয় তালেবান। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এরই মধ্যে আফগানিস্তানের বিস্তীর্ণ গ্রামীণ এলাকা তালেবানের দখলে রয়েছে। এখন তাঁরা বড় বড় শহর দখলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। আরও দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের হামলার মুখে খুবই নাজুক অবস্থায় আছে। এর একটি পশ্চিমের হেরাত এবং অপরটি দক্ষিণের লস্কর গাহ। 

এর আগে শুক্রবার কাবুলে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন আফগান সরকারের মিডিয়া এবং তথ্য কেন্দ্রের প্রধান দাওয়া খান মেনাপাল। আফগান পুলিশ দাওয়া খান মেনাপালের নিহত হওয়ার খবর স্বীকার করেছে। তিনি প্রেসিডেন্ট আশরাফ ঘানির মুখপাত্র হিসেবেও কাজ করেছেন। 

তালেবান মুখপাত্র জবিউল্লা মুজাহিদ দায় স্বীকার করে জানিয়েছেন, ‘যাবতীয় সরকারি প্রচারের দায়িত্বে থাকায় ইনফরমেশন অ্যান্ড মিডিয়া সেন্টারের পরিচালক দাওয়া খানকে খুন করা হয়েছে। ওই সরকারি কর্মকর্তা কৃতকর্মের সাজা পেয়েছেন।’ 

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা