হোম > বিশ্ব > এশিয়া

অনাহারের ঝুঁকিতে পড়বে উত্তর কোরিয়ার বয়স্ক ও শিশুরা

উত্তর কোরিয়ার বয়স্ক ও শিশুরা অনাহারের ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছেন দেশটিতে মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টমাস ওজেয়া কুইনটানা। দেশটিতে খাদ্য সংকট আরও তীব্র হওয়ার জন্য আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং করোনা অবরোধকে দায়ী করেছেন তিনি। 

কুইনটানা বলেন, উত্তর কোরিয়ার নাগরিকেরা প্রতিনিয়ত সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য লড়াই করছে। এই সংকট কাটানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা। এ ছাড়া উত্তর কোরিয়াকে মানবিক ও জীবন রক্ষাকারী সহায়তার অনুমতি দেওয়া। 

করোনার বিস্তার রোধে উত্তর কোরিয়া তার সীমানা বন্ধ করে দিয়েছে। ফলে চীনের সঙ্গে বাণিজ্য হ্রাস পেয়েছে। কিন্তু খাদ্য, সার ও জ্বালানির জন্য উত্তর কোরিয়া চীনের ওপর নির্ভর করে। এ জন্য উত্তর কোরিয়া ভয়াবহ অর্থনৈতিক সংকটে রয়েছে বলে মনে করা হচ্ছে। 

উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন বলেন, আমরা একটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। 

যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে কথা বলতে ইচ্ছুক, কিন্তু নিষেধাজ্ঞা শিথিল হওয়ার আগে পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র ছেড়ে দেওয়ার দাবি করে যুক্তরাষ্ট্র। কিন্তু অর্থনৈতিক সংকট সত্ত্বেও, উত্তর কোরিয়া তার অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র অস্ত্রাগার নির্মাণ অব্যাহত রেখেছে। 

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি