হোম > বিশ্ব > এশিয়া

আরও অন্তত দুই বছর ক্ষমতায় থাকতে চায় মিয়ানমারের জান্তা

নির্বাচিত সরকার উচ্ছেদ করে রাষ্ট্রক্ষমতা দখল করেছে মিয়ানমারের সেনাবাহিনী। এর প্রতিবাদে দেশজুড়ে চলমান বিক্ষোভে এরই মধ্যে প্রাণ হারিয়েছে পাঁচ শতাধিক বেসামরিক নাগরিক। গৃহযুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে। এ পরিস্থিতিতে শিগগিরই দেশে নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেও এখন বলছে, আরও বছরদুয়েক ক্ষমতায় থাকতে চায় জান্তা।

নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে গত ফেব্রুয়ারি অং সান সু চিসহ তার দলের প্রভাবশালী নেতাদের গ্রেফতার করে রাষ্ট্রক্ষমতা দখল করে সেনাবাহিনী।

কম্বোডিয়াভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবকে গত ৪ এপ্রিল একটি সাক্ষাৎকার দিয়েছেন সেনাবাহিনীর মুখপাত্র জাও মিন তুন। ২০০৮ সালে মিয়ানমারের সেনা সেনাবাহিনী হাতে সংশোধিত সংবিধানের ধারা তুলে ধরে জাও মিন বলেন, বর্তমান সরকারও সাংবিধানিকভাবে বৈধ। এক বছরের মধ্যে আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করবো। যদি না পারি তাহলে আরও ছয় মাস সময় নেবো । আর তা না হলে আরও ছয় মাস সময় নেবো।  সুতরাং সর্বোচ্চ দুই বছর লাগতে পারে। এরপর আমরা সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবো। সেসময় আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানানো হবে।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের পর অং সান সু চি ও তার দলের শীর্ষ নেতাদের গ্রেফতার করে সেনাবাহিনী। সামরিক বাহিনীর দাবি, গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জালিয়াতি করে জয় পেয়েছে সু চির ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। সেনা অভ্যুত্থানের পর থেকে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার। দেশটিতে সেনাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে এখন পর্যন্ত ৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশুই রয়েছে অর্ধশতাধিক।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে