করোনা মহামারির প্রায় ২০ মাস পর সম্পূর্ণ টিকা নেওয়া পর্যটকদের অনুমতি দিচ্ছে ইরান। গত সোমবার ইসলামিক রিপাবলিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে। পর্যটন মন্ত্রণালয়ের পরামর্শে দেশটির অ্যান্টি-ভাইরাস টাস্কফোর্স এই অনুমোদন দেয়। পর্যটন মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের বরাত দিয়ে এনডিটিভি এই খবর জানায়।
মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশ মহামারির কারণে অনেক ক্ষতিগ্রস্ত হয়। ২০২০ সালে মহামারির কারণে বিদেশিদের চিকিৎসা ও ব্যবসায়িক ভ্রমণ বন্ধ করা হয়।
আইএসএনএ নিউজ এজেন্সি বলেছে, ‘যারা দুই ডোজ টিকা পেয়েছেন এবং যারা ৯৬ ঘণ্টার মধ্যে পিসিআর ল্যাব থেকে নেগেটিভ পরীক্ষার একটি শংসাপত্র উপস্থাপন করতে পারবেন তারা ভিসা পেতে পারেন।
শুল্ক প্রশাসন অনুসারে, ২০২১ সালের ২০ মার্চ পর্যন্ত ইরানে এবং সেখান থেকে আন্তর্জাতিক ভ্রমণের গড় সংখ্যা শতকরা ৮০ শতাংশ কমেছে।
মন্ত্রণালয় অনুসারে, ইরানের পর্যটন খাতে ২০২০-২১ সালে ১২০ কোটি (১ দশমিক ২ বিলিয়ন) ঘাটতি রেকর্ড করা হয়েছে।