হোম > বিশ্ব > এশিয়া

মেয়েদের দমিয়ে রাখায় তালেবানের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: বিবিসি

আফগানিস্তানে নারীদের ওপর দমন-পীড়নের অভিযোগে তালেবানের শীর্ষ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদাসহ প্রধান বিচারপতি আবদুল হাকিম হাক্কানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হেগভিত্তিক এই আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, আখুন্দজাদা ও আবদুল হাকিম হাক্কানির মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার যৌক্তিক প্রমাণ রয়েছে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) বিবিসি জানিয়েছে, ২০২১ সালে আফগানিস্তানে ক্ষমতা গ্রহণের পর তালেবান সরকার নারীদের শিক্ষা, কাজ ও চলাফেরার ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করে। এভাবে ১২ বছরের বেশি বয়সী মেয়েদের বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়, অধিকাংশ পেশায় নারীদের নিয়োগ বন্ধ করা হয়, পুরুষ অভিভাবক ছাড়া নারীর দূরে ভ্রমণ নিষিদ্ধ হয় এবং নারীদের প্রকাশ্যে কথা বলাও নিয়ন্ত্রিত হয়।

আইসিসির এক বিবৃতিতে বলা হয়, জনগণের ওপর তালেবান কিছু নিয়মনীতি চাপিয়ে দিলেও তারা বিশেষভাবে নারী ও কন্যাশিশুদের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে টার্গেট করেছে এবং মৌলিক অধিকার ও স্বাধীনতা থেকে বঞ্চিত করেছে। জাতিসংঘ এই বিধিনিষেধকে লিঙ্গভিত্তিক বর্ণবাদের শামিল বলে আখ্যা দিয়েছে।

তালেবান সরকার দাবি করে আসছে, তারা ইসলামি শরিয়া ও আফগান সংস্কৃতির আলোকে নারীদের অধিকার রক্ষা করে চলেছে।

অভিযুক্ত আখুন্দজাদা ২০১৬ সাল থেকে তালেবানের সর্বোচ্চ নেতা। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনী আফগানিস্তান ত্যাগ করার পর তিনি ইসলামিক আমিরাতের নেতৃত্বে আসেন। ১৯৮০-র দশকে সোভিয়েত দখলদারির সময় তিনি ইসলামি প্রতিরোধে অংশ নিয়েছিলেন। অপর অভিযুক্ত হাকিম হাক্কানি তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ঘনিষ্ঠ ছিলেন এবং ২০২০ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তালেবানের পক্ষে প্রতিনিধিত্ব করেন।

আইসিসি সাধারণত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের আওতায় আনে—যদি সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়। তবে আইসিসির নিজস্ব কোনো পুলিশ বাহিনী নেই; সদস্য দেশগুলোর ওপরই গ্রেপ্তারের দায়িত্ব দেওয়া হয়।

চলতি বছরের জানুয়ারিতে প্রথমবারের মতো এই দুটি পরোয়ানার সম্ভাবনার কথা বলেছিলেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। তিনি দাবি করেছিলেন, তালেবান নেতারা শুধু নারী ও মেয়েদের নিপীড়নই নয়, বরং তাদের দৃষ্টিতে লিঙ্গ পরিচয় বা প্রকাশে অনুপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধেও নিপীড়ন চালিয়েছে। এ ছাড়া আফগানিস্তানে কাউকে নারী অধিকারের পক্ষে বলে সন্দেহ হলেও তাঁর বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা নেয় তালেবান।

হিউম্যান রাইটস ওয়াচ এই গ্রেপ্তারি পরোয়ানাকে স্বাগত জানিয়েছে এবং তালেবানের আরও অপরাধ, ইসলামিক স্টেট (খোরাসান শাখা), সাবেক আফগান নিরাপত্তা বাহিনী ও মার্কিন সেনাদের দ্বারা সংঘটিত অপরাধের ক্ষেত্রেও বিচারিক প্রক্রিয়া সম্প্রসারণের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি বলেছে, আফগানিস্তানে সহিংসতা ও দায়মুক্তির চক্র ভাঙতে হলে সব পক্ষের ভুক্তভোগীদের ন্যায়ের সমান সুযোগ দিতে হবে।

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান