মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুই ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ট্রেজারি বিভাগ এক বিজ্ঞপ্তিতে বুধবার (২১ জুন) এ নিষেধাজ্ঞা আরোপ করে। এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বরাতে রয়টার্স জানায়, মিয়ানমারের সেনাবাহিনী বিদেশি মুদ্রায় অস্ত্র ও সরঞ্জামাদি কেনার কাজে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও ব্যাংক দুটিকে ব্যবহার করেছিল।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়া ব্যাংক দুটি হলো—মিয়ানমার ফরেন ট্রেড ব্যাংক (এমএফটিবি) ও মিয়ানমার ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্শিয়াল ব্যাংক (এমআইসিবি)। ব্যাংক দুটি মিয়ানমারের জান্তা সরকারের জন্য বিদেশি মুদ্রা গ্রহণ ও প্রেরণ করার কাজে ব্যবহৃত হয়ে আসছিল।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের বরাতে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞার কবলে থাকা রুশ প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদেশি উৎস থেকে অস্ত্র ও অস্ত্র তৈরির কাঁচামাল আমদানি করা হতো। এরপর চালানো হতো ‘পাশবিক নির্যাতন’।
ওয়াশিংটন জানায়, মিয়ানমারে ২০২১ সালে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে জান্তা সরকার। এর পর থেকে মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় কমপক্ষে ১০০ কোটি ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।