হোম > বিশ্ব > এশিয়া

মার্কোসের মন্ত্রিসভা থেকে দুতার্তে কন্যার পদত্যাগ, রাজনৈতিক সংকটের শঙ্কা

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তে। দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের কন্যা তিনি। ফিলিপিনো প্রেসিডেন্টের প্রাসাদ থেকে এক বিবৃতির মাধ্যমে সারার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সারার পদত্যাগের বিষয়ে প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্র শেলয় গ্যারাফিল বলেছেন, তিনি শুধু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। শিক্ষামন্ত্রী হিসেবে তিনি আর দায়িত্ব পালন করবেন না। তবে তিনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে থেকে যাবেন।

ফিলিপিনো গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সারা দুতার্তে দেশটির ন্যাশনাল টাস্কফোর্সের ভাইস চেয়ারপারসন হিসেবেও আর দায়িত্ব পালন করবেন না। এই টাস্কফোর্স দেশটির অস্ত্রধারী সমাজতান্ত্রিক সংগঠনগুলোর সংঘাত শেষ করতে কাজ করছে। সারার পদত্যাগপত্র ১৯ জুলাই থেকে কার্যকর হয়েছে বলেও জানা গেছে।

প্রেসিডেন্ট প্রাসাদের মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, কী কারণে নিজের দায়-দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন—সেই বিষয়ে কিছু বলতে অপারগতা প্রকাশ করেছেন সারা।

একটি পৃথক সংবাদ সম্মেলনে সারা অবশ্য মত দিয়েছেন—নিজের দুর্বলতার কারণে নয় বরং শিক্ষক এবং তরুণদের জন্য সত্যিকারের উদ্বেগের কারণেই তিনি পদত্যাগ করেছেন।

সারার পদত্যাগের পর তাঁর দায়িত্বে কে আসছেন, সেই বিষয়ে এখনো কোনো ঘোষণা দেয়নি প্রেসিডেন্টের প্রাসাদ।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সারার আকস্মিক পদত্যাগ প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি এবং তাঁদের জোট ভেঙে যাওয়ার ইঙ্গিত দেয়।

দেশটির সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের আমল শেষ হওয়ার পর ২০২২ সালে দুতার্তে ও মার্কোস পরিবার একটি কৌশলগত জোট গঠন করেছিল। সেই অনুযায়ী, সারা দুতার্তে ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তাঁদের এই জোট নির্বচনে বড় সাফল্য দেখেছিল এবং তাঁরা বড় ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। ফার্দিনান্দ মার্কোস জুনিয়রও দেশটির সাবেক প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোসের ছেলে। সিনিয়র মার্কোস ১৯৬৫ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট ছিলেন।

বিশ্লেষকেরা বলছেন, সারা এবং মার্কোসের জোটে ভাঙন ধরবে তা আগে থেকেই ধারণা করা হচ্ছিল। তবে এটি এত তাড়াতাড়ি ঘটবে তা কেউ ভাবেনি।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি