হোম > বিশ্ব > এশিয়া

বাইডেনের সঙ্গে বৈঠককে ‘ফলপ্রসূ’ বললেন মোদি

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ভারতের নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার অনুষ্ঠিত এই বৈঠকের বিষয়ে মোদি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনকে নিজের সরকারি বাসভবনে স্বাগত জানাতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এই বৈঠকে দুই দেশের মানুষের সম্পর্ককে আরও এগিয়ে নিতে ‘খুব ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

মোদি বলেন, ‘আমাদের বৈঠকটি খুবই ফলপ্রসূ ছিল। আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে পেরেছি—যা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং জনগণের মধ্যে সম্পর্ককে আরও বাড়িয়ে তুলবে। বিশ্বব্যাপী ভালোকে এগিয়ে নিতে দুই জাতির বন্ধুত্ব দুর্দান্ত ভূমিকা পালন করবে।’ 

শেষ খবর পাওয়া পর্যন্ত বৈঠকের পর একসঙ্গে নৈশভোজ করার প্রস্তুতি নিচ্ছিলেন দুই নেতা। 

শনিবার শুরু হতে যাওয়া জি-২০ সম্মেলনের একদিন আগেই শুক্রবার ভারতে পৌঁছান বাইডেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান সড়ক পরিবহন ও মহাসড়ক এবং বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী জেনারেল ভর্তি কে সিং (অব.)। এ ছাড়া ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটিও তাঁর মেয়ের সঙ্গে নিয়ে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিমান থেকে নামার পর বাইডেনকে স্বাগত জানাতে ঐতিহ্যবাহী নাচ প্রদর্শন করে নৃত্যশিল্পীদের একটি দল। 

এর আগে গত জুনেও মোদি ও বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সে সময় যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে দুই নেতার নৈশভোজ এবং বৈঠকে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না। 

ভারতে পৌঁছার আগে করোনা পরীক্ষা করে এসেছেন বাইডেন। কারণ সম্প্রতি তাঁর স্ত্রী জিল বাইডেন কোভিড ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়