হোম > বিশ্ব > এশিয়া

চলতি ট্রেন রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিপাকে চালক!

ঢাকা: প্রকৃতির ডাকে সাড়া দিতে চলতি বুলেট ট্রেনের ককপিট থেকে বেরিয়ে কয়েক মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলেন জাপানের এক ট্রেন চালক। এই কারণে শাস্তি মুখোমুখি হতে পারেন তিনি। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, টয়লেটে যাওয়ার আগে ওই চালক ট্রেনের কন্ডাক্টরকে ট্রেন চালানোর জন্য বসিয়ে রেখে যান। দ্য হিকারি নামের বুলেট ট্রেনটি ১৬০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চলছিল। তবে ওই চালক বুলেট ট্রেন চলন্ত অবস্থায় রেখে টয়লেটে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

তবে এই ঘটনায় রেল কোম্পানিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে । পাশাপাশি কর্তৃপক্ষের কাছেও এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে।

দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গত রোববার সকালে মধ্য শিজুওকা প্রিফেকচার দিয়ে ভ্রমণের সময় ঘটনাটি ঘটে। বুলেট ট্রেন চালক ওই ব্যক্তির বয়স ৩৬। তবে তাঁর নাম প্রকাশ করেনি জাপানি রেল কোম্পানিটি।

জানা গেছে, ওই ট্রেন চালক পেটের সমস্যায় ভুগছিলেন। তাই তাঁকে দ্রুত টয়লেটে যেতে হয়েছিল।

এ নিয়ে দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তা মাসাহিরো হায়াতসু সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত অনুচিত কাজ ছিল। আমরা ক্ষমা চাইছি। এ জন্য বুলেট ট্রেনের চালক এবং কন্ডাক্টর শাস্তির সম্মুখীন হতে পারেন।

জাপানে ট্রেন দুর্ঘটনা একটি বিরল ঘটনা। দেশটিতে ২০০৫ সালে সবশেষ বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। তখন একটি ট্রেন লাইনচ্যুত হয়ে জাপানে ১০৭ জন নিহত হয়েছিলেন।

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার