হোম > বিশ্ব > এশিয়া

চলতি ট্রেন রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে বিপাকে চালক!

ঢাকা: প্রকৃতির ডাকে সাড়া দিতে চলতি বুলেট ট্রেনের ককপিট থেকে বেরিয়ে কয়েক মিনিটের জন্য টয়লেটে গিয়েছিলেন জাপানের এক ট্রেন চালক। এই কারণে শাস্তি মুখোমুখি হতে পারেন তিনি। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, টয়লেটে যাওয়ার আগে ওই চালক ট্রেনের কন্ডাক্টরকে ট্রেন চালানোর জন্য বসিয়ে রেখে যান। দ্য হিকারি নামের বুলেট ট্রেনটি ১৬০ জন যাত্রী নিয়ে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে চলছিল। তবে ওই চালক বুলেট ট্রেন চলন্ত অবস্থায় রেখে টয়লেটে গেলেও কোনো দুর্ঘটনা ঘটেনি।

তবে এই ঘটনায় রেল কোম্পানিটির পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে । পাশাপাশি কর্তৃপক্ষের কাছেও এ নিয়ে অভিযোগ জানানো হয়েছে।

দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গত রোববার সকালে মধ্য শিজুওকা প্রিফেকচার দিয়ে ভ্রমণের সময় ঘটনাটি ঘটে। বুলেট ট্রেন চালক ওই ব্যক্তির বয়স ৩৬। তবে তাঁর নাম প্রকাশ করেনি জাপানি রেল কোম্পানিটি।

জানা গেছে, ওই ট্রেন চালক পেটের সমস্যায় ভুগছিলেন। তাই তাঁকে দ্রুত টয়লেটে যেতে হয়েছিল।

এ নিয়ে দ্য সেন্ট্রাল জাপান রেলওয়ে কোম্পানির জ্যেষ্ঠ কর্মকর্তা মাসাহিরো হায়াতসু সাংবাদিকদের বলেন, এটি একটি অত্যন্ত অনুচিত কাজ ছিল। আমরা ক্ষমা চাইছি। এ জন্য বুলেট ট্রেনের চালক এবং কন্ডাক্টর শাস্তির সম্মুখীন হতে পারেন।

জাপানে ট্রেন দুর্ঘটনা একটি বিরল ঘটনা। দেশটিতে ২০০৫ সালে সবশেষ বড় ট্রেন দুর্ঘটনা ঘটে। তখন একটি ট্রেন লাইনচ্যুত হয়ে জাপানে ১০৭ জন নিহত হয়েছিলেন।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ