হোম > বিশ্ব > এশিয়া

নেপিডোতে জান্তা সরকারের কারফিউ জারি 

প্রতিবেশী মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে। সর্বশেষ দেশটির ক্ষমতায় থাকা জান্তা সরকার রাজধানী নেপিডোতে কারফিউ জারি করেছে। সরকারি ঘোষণা অনুসারে এখন থেকে ৫ কিংবা তার চেয়ে বেশি সংখ্যক লোক একসঙ্গে চলাফেরা করতে পারবে না। 

মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী নেপিডোর আটটি এলাকার প্রত্যেকটিতেই এই কারফিউ জারি করা হয়েছে। জান্তা বাহিনী নিযুক্ত এসব এলাকার প্রশাসকেরা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, স্থানীয় কিছু জনগণ জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করায় এই কারফিউ জারি করা হয়। 

এই কারফিউ এমন এক সময়ে এল যখন, জান্তা বিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সশস্ত্র শাখা পিপলস ডিফেন্স ফোর্সের গোলন্দাজ শাখা রাজধানী নেপিডোর পাঁচ কিলোমিটার দূর থেকেই আঘাত হানা সক্ষমতা দেখিয়েছে। পিপলস ডিফেন্স ফোর্স রাজধানীতে আঘাত হানতে পারে এমন আশঙ্কা থেকেই এই কারফিউ জারি করা হয়ে থাকতে পারে বলে ধারণা অনেকের। 

জান্তা বাহিনী আরোপিত এই কারফিউ অনুসারে রাজধানীর বাসিন্দারা মধ্যরাত থেকে রাত চারটার মধ্যে তাদের বাড়ি থেকে বের হতে পারবেন না। একই সঙ্গে, রাজধানীতে সকল ধরনে মিছিল এবং সভা-সমাবেশ-বক্তৃতা নিষিদ্ধ করা হয়েছে। 

বর্তমানে মিয়ানমারে জান্তা বিরোধী মনোভাব তীব্র হয়েছে। সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় দেশটির সশস্ত্র বাহিনী বা তাৎমাদাও নিয়মিতই বিদ্রোহীদের আক্রমণ এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। 

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল