হোম > বিশ্ব > এশিয়া

যুদ্ধবিরতির পর গাজায় ইসরায়েলের দ্বিতীয় হামলা

ঢাকা: টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে মিশরের মধ্যস্থতায় ইসরায়েল-হামাস মধ্যকার যুদ্ধ থামে। তবে যুদ্ধবিরতির পরেও থেমে নেই সংঘাত। গাজায় বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার পর গাজায় এটি ইসরায়েলের দ্বিতীয় হামলা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি মিসাইল গাজার উত্তর-পশ্চিমে এবং উত্তরের অবরুদ্ধ অঞ্চল বেট লাহিয়াতে আঘাত হেনেছে। এছাড়াও জাবালিয়ার প্রশাসনিক ভবন হামলার লক্ষ্যবস্তু ছিল। গাজার দক্ষিণে খান ইউনিসেও হামলা হয়েছে। তবে এসব হামলায় এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিমান হামলার পর এক বিবৃতিতে হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেছেন, হামাসের অঞ্চলগুলোতে হামলা চালিয়ে নাফতালি বেনেটের নতুন সরকার এক রকম প্রদর্শনী দেখাল।

জেরুজালেম পোস্ট জানিয়েছে, গাজা উপত্যকার ভেতরে হামাসের অঞ্চলগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের ছোড়া আগুনের বেলুনের প্রতিক্রিয়ায় এ হামলা চালানো হয়েছে।

এক টুইট বার্তায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ) বলেছে, গাজা থেকে ইসরায়েলে আগুনের বেলুন ছোড়ার জবাবে এ হামলা চালানো হয়েছে। আমরা (আইডিএফ) গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছি। যেকোনো পরিস্থিতির জন্য আইডিএফ প্রস্তুত রয়েছে এবং গাজায় হামাসের সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চলবে।

এর আগে যুদ্ধবিরতির পর গত বুধবার গাজা উপত্যকায় প্রথম হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলে, গাজা থেকে উদ্ভূত অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করা সহ যে কোন পরিস্থিতির জন্য আমরা প্রস্তুত।

উল্লেখ্য, গত মে মাসে ইসরায়েল-হামাস মধ্যকার ১১ দিনের যুদ্ধে প্রাণ হারায় ২৫০ জনের বেশি ফিলিস্তিনি। এছাড়াও প্রাণ হারায় ১৩ জন ইসরায়েলি।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত