হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে সেনা অভিযানে নিহত ২৫

মিয়ানমারে সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। গত শুক্রবার মিয়ানমারের রাজধানী নেপিডো থেকে ৩০০ কিলোমিটার দূরে সাগাইং অঞ্চলের ডেপাইন শহরে এ অভিযান চালানো হয়। এই অভিযানের বিষয়ে মিয়ানমারের সেনাদের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ডেপাইনে টহলরত নিরাপত্তা বাহিনীর ওপর সশস্ত্র সন্ত্রাসীরা অতর্কিত  হামলা চালায়। এতে নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত ও ছয়জন আহত হন। এ ঘটনার পর নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ শুরু করলে হামলাকারীরা পিছু হটে।

নাম প্রকাশে অনিচ্ছুক ডেপাইনের এক বাসিন্দা বলেন, গত শুক্রবার চারটি ট্রাক থেকে সেনারা নামে। স্থানীয় প্রতিরক্ষা বাহিনীর তরুণেরা স্থানীয়ভাবে তৈরি অস্ত্র নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর ভারী অস্ত্রের গোলাগুলিতে তাঁরা পিছু হটেন। ওই লড়াইয়ের পর ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়। 

বিবিসি বার্মিজ ও স্থানীয় থান লিউইন খেট নিউজেও একই সংখ্যার কথা বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য মিয়ানমার নাওয়ের পক্ষ থেকে বলা হয়, সেনাদের অভিযানে ৩১ জনের মতো নিহত হয়েছেন। প্রায় ১০ হাজার বাসিন্দা গ্রামটি ছেড়ে পালিয়েছেন। তবে ডেপিয়ানের পিপলস ডিফেন্স ফোর্স তাদের ফেসবুকে বলেছে, তাদের ১৮ সদস্যকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন ১১ জন।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর হাতে ৮৯০ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীকে প্রতিরোধে মিয়ানমারের কিছু কিছু এলাকায় বেসামরিক প্রতিরক্ষা বাহিনী গঠন করেছে স্থানীয়রা।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত