হোম > বিশ্ব > এশিয়া

মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহারে সম্মত ভারত 

মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের ক্ষমতায় আসার পর থেকেই ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে। তবে গত শুক্রবার ভারত জানিয়েছে, দেশটি মালদ্বীপের সঙ্গে ‘পারস্পরিক সম্মতিতে কাজ এগিয়ে নেওয়ার’ মতো পরিস্থিতি সৃষ্টির বিষয়ে একমত হয়েছে। বিশেষ করে মালদ্বীপ ভারতের তিনটি আকাশযান (বিমান ও হেলিকপ্টার) পরিচালনা ও মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। 

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপ ও ভারতের মধ্যকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যকার দ্বিতীয় বৈঠকের পর একটি কোর গ্রুপ প্রতিষ্ঠা করা হয়েছে। এই গ্রুপ মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে কাজ করবে। 

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মালদ্বীপরে জনসাধারণকে মানবিক ও চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্যে ভারতীয় আকাশযানগুলো মজুত থাকবে—এ বিষয়েও সম্মত হয়েছে দুই দেশ। বর্তমানে মালদ্বীপে ভারতের ৭৫ জন সেনা ও দুটি আল্ট্রালাইট হেলিকপ্টার ও একটি ডর্নিয়ার বিমান অবস্থান করছে। 

মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১০ মার্চের মধ্যে প্রথম ধাপে ভারতীয় সেনারা দেশে ফিরে যাবে এবং ১০ মের মধ্যে আরও দুই ধাপে বাকি ভারতীয় সেনারা দেশে ফিরে যাবে। এই সময়ের মধ্যে ভারতীয় তিনটি বিমান মালদ্বীপে কার্যক্রম শুরু করবে। 

এর আগে চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি চিকিৎসার জন্য ভারতীয় উড়োজাহাজ ব্যবহার করতে না দেওয়ায় মালদ্বীপে ১৪ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, গুরুতর অসুস্থ কিশোরের চিকিৎসার অনুরোধের জন্য ১৭ জানুয়ারি জরুরি ভিত্তিতে ভারতীয় ডর্নিয়ার উড়োজাহাজ ব্যবহারের অনুমতি চাওয়া হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া মেলেনি। এরপর ২০ জানুয়ারি ওই কিশোরের মৃত্যু হয়।

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার